সম্প্রতি ‘আলোচিত আইনজীবী জেডআই খান পান্না গ্রেপ্তার। তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ইউনুছ বাহিনী’ ক্যাপশনে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্নাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নাকে গ্রেফতার করা হয়নি। প্রকৃতপক্ষে, রাজশাহী নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের একটি পুরোনো ভিডিওকে জেড আই খান পান্নাকে গ্রেফতার করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের মাধ্যমে ‘দৈনিক রাজশাহী সংবাদ’ নামক ফেসবুক পেজে ২০২৩ সালের ১১ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ভিডিওটির ক্যাপশনে এটিকে ‘নগরীরতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। রাজশাহী শহরের রাস্তাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল চলমান।’ সম্পর্কিত চিত্র বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, আইনজীবী জেড আই খান পান্নার ফেসবুক অ্যাকাউন্ট পর্যেবক্ষণ করে গত ১৫ আগস্ট আলোচিত দাবির বিষয়ে একাধিক পোস্ট (১, ২) খুঁজে পাওয়া যায়।
এক পোস্টে তিনি বলেন, ‘আমি গৃহবন্দী । এরেস্ট বা গ্রেফতার হইনি । তারপরও গৃহবন্দি আমার সন্তানের দ্বারা॥’
আরেক পোস্টে তিনি বলেন, ‘আমি অসুস্থ হয়ে বাসায়।নজরদারিতে নেই। আমার সন্তানের চাপে আছি॥’
এছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, আইনজীবী জেড আই খান পান্নাকে গ্রেফতার করা হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- দৈনিক রাজশাহী সংবাদ – Facebook Post
- Zahirul Islam Khan – Facebook Post
- Zahirul Islam Khan – Facebook Post