সম্প্রতি, “ATN Bangla চ্যানেলে সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে” দাবিতে এটিএন বাংলার লোগো সম্বলিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে কাজের সুযোগ রয়েছে এমন উল্লেখিত পদ হলো-
▪️স্টাফ রিপোর্টার
▪️ক্রাইম রিপোর্টার
▪️বিশেষ প্রতিনিধি
▪️ভ্রাম্যমাণ প্রতিনিধি
▪️উপজেলা প্রতিনিধি
▪️ক্যাম্পাস প্রতিনিধি
এছাড়াও, আবেদন শুধু মাত্র হোয়াটসঅ্যাপের এই নাম্বারে (01963151028) করতে হবে আবেদনের শেষ তারিখ হিসেবে ১৮ আগস্ট ২০২৫ ইং উল্লেখ কর হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটিএন বাংলায় সাংবাদিক নিয়োগ সংক্রান্ত পোস্টটি ভুয়া বরং, প্রতারণার উদ্দেশ্যে এটিএন বাংলার নাম ব্যবহার করে আলোচিত পোস্টটি প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটিতে থাকা নাম্বারে রিউমর স্ক্যানারের পক্ষ থেকে যোগাযোগ করা চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে, এটিএন বাংলার অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও এ সংক্রান্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সন্ধান পাওয়া যায়নি।
তবে, আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে এটিএন বাংলার সহকারী ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ সংবাদদাতা আলী আসগর ইমনের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৪ আগস্টে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টের ক্যাপশনে আলী আসগর ইমন আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া বলে নিশ্চিত করেন এবং বলেন, “এটিএন বাংলা কর্তৃপক্ষ এমন কোন নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি।”
এছাড়া, এটিএন বাংলার ফেসবুক পেজে গত ১৬ আগস্টে ‘এটিএন বাংলার নামে ভুয়া সাংবাদিকতা ও নিয়োগে প্রতারণা! সতর্ক করল কর্তৃপক্ষ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনে আলোচিত নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সবাইকে সতর্ক করে অভিযুক্তদের আইনে সোপর্দ করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া নিয়োগের বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে বলেও জানানো হয়।
সুতরাং, এটিএন বাংলায় সারাদেশে সাংবাদিক প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Ali Asgar Emon: Facebook Post
- ATN Bangla News: Reels Video