১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এ আ.লীগের লোক ভেবে এক ব্যক্তিকে বিএনপি কর্তৃক হত্যার দাবিটি মিথ্যা 

সম্প্রতি, ‘ধানমন্ডি ৩২ এ আওয়ামী লীগের কর্মী ভেবে এক পথচারীকে পিটিয়ে হত্যা করে বিএনপির মব সন্ত্রাসী’ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ১৫ আগস্টে ধানমন্ডি ৩২ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা-কর্মী কর্তৃক মবের শিকার হয়ে কেউ নিহত হননি, বরং কোনো তথ্য প্রচার ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। 

তবে জাগো নিউজের ওয়েবসাইটে ‘ধানমন্ডি ৩২ নম্বরে এসে ভিডিও কল, আওয়ামী লীগ সন্দেহে গণপিটুনি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ১৫ আগস্ট উপলক্ষে সকাল থেকেই রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছিল ছাত্র-জনতা। অবস্থানকালে রাত ০৮ টার দিকে সেখানে উপস্থিত তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় জনতা। তবে হামলার শিকার সেই ব্যক্তি মারা গেছেন এমন কোনো তথ্য প্রতিবেদনটিতে পাওয়া যায়নি। 

এছাড়া, গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ শ্রদ্ধা জানাতে এসে একাধিক ব্যক্তি হেনস্তা ও মারধরের শিকার হলেও নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতে (, , ) প্রকাশিত প্রতিবেদন থেকেও প্রায় একই তথ্য জানা যায়।

সুতরাং, গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ এ বিএনপি কর্তৃক মবের শিকার হয়ে এক ব্যক্তি নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img