ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ বলে সম্বোধন করেননি

গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন ছিল। তার জন্মদিন উপলক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আজ গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী ও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। তিনি এ দিনটি উদযাপন করেন না, তবে দল থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে ডিবিসি নিউজ তাদের ফেসবুক পেজে ১৫ আগস্ট একটি ফটোকার্ড প্রচার করে। 

ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত ফটোকার্ডটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে আওয়ামী লীগের এক্টিভিস্ট নিঝুম মজুমদার। তার ফেসবুক পেজে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়াকে নিয়ে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের করা মন্তব্যটিকে ডিবিসি নিউজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অন্যকোনো গণমাধ্যমে বা নির্ভরযোগ্য সূত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আলোচিত মন্তব্যটি করার দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ১৫ আগস্ট ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে, ‘আপনারা জানেন, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ জন্মদিন। তিনি নিজে কোনো অনুষ্ঠান পালন করেন না। তবে দলীয়ভাবে সারা দেশে মিলাদ ও দোয়ার আয়োজন চলছে।’ শীর্ষক মন্তব্যটি করেন। 

এছাড়াও একাধিক গণমাধ্যম থেকে একই তথ্য পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে। অর্থাৎ, ডিবিসি নিউজে বিএনপি নেতা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের মন্তব্যকে প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূসের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, বেগম খালেদা জিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম জিয়াকে ‘গণতন্ত্রের মা’ বলে সম্বোধন করেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img