সোমবার, আগস্ট 18, 2025

আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর দাবিটি গুজব

গত ৭ আগস্ট, “শোক সংবাদ…. মাত্রাতিরিক্ত নির্যাতনে কারাগারে অসুস্থ হয়ে ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন মহান মুক্তিযুদ্ধের ১নং সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ জননেতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, (“ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন”)” শীর্ষক দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর তথ্যটি সঠিক নয় বরং,  ১৪ আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি জামিনে মুক্ত হন। 

এ বিষয়ে অনুসন্ধানে সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুর দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে, কি ওয়ার্ড সার্চ করে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৫ সালের ১৪ আগস্ট “জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৪ আগস্ট জামিনে মুক্তি পান আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষের বরাতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পান। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি জামিনে মুক্তি পান। 

এ বিষয়ে দেশিয় অন্যান্য গণমাধ্যমে (,,) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। 

সুতরাং, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img