শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশের একাধিক গণমাধ্যমে এই বক্তব্য লাইভ সম্প্রচারিত হয়েছে। তবে জাতীয় দৈনিক ইত্তেফাকের ফেসবুক লাইভে সেনাপ্রধানের পেছনে বিএনপির একটি ব্যানার দেখা যায়। এই লাইভটির স্ক্রিনশট ব্যবহার করে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হতে দেখা যায়। দাবি করা হয়, সেনাপ্রধান বিএনপির রাজনৈতিক অনুষ্ঠানে গিয়ে বক্তব্য দিচ্ছেন।

উক্ত দাবির কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির অনুষ্ঠানে গিয়ে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয় বরং জন্মাষ্টমী উপলক্ষে গতকাল ঢাকেশ্বরী মন্দিরে সেনাপ্রধানের বক্তব্যকালীন ইত্তেফাকের লাইভের স্ক্রিনশট নিয়ে বিএনপির অনুষ্ঠানে সেনাপ্রধান শীর্ষক দাবিটি প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, উক্ত লাইভে বিএনপির যে ব্যানারটি সেনাপ্রধানের পেছনে বলে প্রতীয়মান হচ্ছিল তা মূলত মঞ্চের বাম পাশে ভিন্ন স্থানে টাঙানো ছিল। ইত্তেফাকের লাইভ ভিডিওটি মঞ্চের ডান পাশ থেকে বাম দিকে ক্যামেরা ধরে জুম করে রাখায় তা বিএনপির ব্যানারের ওপর ফোকাস হয়েছে। এতেই মঞ্চের মূল ব্যানার পুরোপুরি দেখা যায়নি।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত পোস্টগুলোতে থাকা সেনাপ্রধানের বক্তব্যের ভিডিওর স্ক্রিনশটটির উৎস খুঁজতে গিয়ে জাতীয় দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে একই ভিডিওর সন্ধান মেলে। ‘সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বক্তব্য দিচ্ছেন। সরাসরি..’ শিরোনামের এই ভিডিওটি লাইভ সম্প্রচার করা হয়। একই সময়ে অন্যান্য গণমাধ্যমেও সেনাপ্রধানের বক্তব্য সরাসরি সম্প্রচার হতে দেখা যায়। দীপ্ত টিভির ভিডিওতে ইত্তেফাকের মতোই প্রায় একই অ্যাঙ্গেল থেকে ক্যামেরা তাক করা থাকলেও তা জুম আউট অবস্থায় থাকায় সেনাপ্রধানের ডান পাশেই মূল মঞ্চস্থলে অনুষ্ঠানের মূল ব্যানার পরিলক্ষিত হয়। ইত্তেফাকের ভিডিও জুম-ইন অবস্থায় থাকায় মূল মঞ্চের ব্যানার দেখা যায়নি ভিডিওতে৷ এর ফলেই মঞ্চের বাইরে বাম পাশে থাকা বিএনপির ব্যানার ফোকাস হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়।

পরবর্তী অনুসন্ধানে, ঢাকেশ্বরীর এই অনুষ্ঠানটির মঞ্চের মূল ব্যানারে রাজনৈতিক কোনো নেতৃবৃন্দের নাম উল্লেখ পাওয়া যায়নি। মঞ্চেও দলীয় পদধারী কোনো ব্যক্তির উপস্থিতি দেখা যায়নি। জন্মাষ্টমীর উৎসব ও কেন্দ্রীয় মিছিলের এই আয়োজন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির।

অর্থাৎ, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। জন্মাষ্টমীর একটি কেন্দ্রীয় অনুষ্ঠান ছিল।
সুতরাং, বিএনপির অনুষ্ঠানে গিয়ে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Ittefaq: Facebook Live
- Deepto Tv: Facebook Live
- BSS: বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান