মেহজাবীন চৌধুরীর বিকিনি পরিহিত ছবি দাবিতে সম্পাদিত ছবি প্রচার

চলতি বছরের শুরুর দিকে বিয়ে পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের প্রায় ৫ মাস পর হানিমুনে বিদেশ যায় এই দম্পতি। যার বেশকিছু মুহুর্তের ছবি মেহজাবীন তার সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে শেয়ার করেন। এর প্রেক্ষিতে সম্প্রতি, বিদেশে গিয়ে মেহজাবীন বিকিনি পড়ে ছবি তুলেছেন দাবিতে তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিকিনি পরহিত এই ছবিগুলো আসল নয়। প্রকৃতপক্ষে, তার কয়েকটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মেহজাবীন চৌধুরীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনার মাধ্যমে গত ২৬ জুলাই প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে তিনি তাদের হানিমুনে ইতালির লেক কমো ভ্রমণের কয়েকটি ছবি সম্বলিত একটি ফটো এ্যালবাম প্রচার করেছেন। 

ছবিগুলো পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ফটো এ্যালবামে থাকা মেহজাবীনের বেশ কয়েকটি ছবির সাথে আলোচিত ছবিগুলোর পারিপার্শ্বিক অবস্থা এবং তার অঙ্গভঙ্গির হুবহু মিল রয়েছে। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর পোশাকের রঙের সাথে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রচারিত ছবিগুলোর পোশাকের রঙেরও মিল লক্ষ্য করা যায়। 

Image Comparison by Rumor Scanner

মেহজাবীন চৌধুরীর ভেরিফাইড ফেসবুক পেজেও তাদের ইতালির লেক কমো ভ্রমণের ছবিগুলো দেখতে পাওয়া যায়। যেখানেও তাকে স্বাভাবিক পোশাকেই দেখা যাচ্ছে। যা থেকে স্পষ্টত বোঝা যায়, আলোচিত বিকিনি পরিহিত ছবিগুলো মেহেজাবীন চৌধুরীর লেক কমো ভ্রমণের ছবিগুলো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। 

অর্থাৎ, মেহজাবীনের প্রকাশ করা ছবিগুলো সম্পাদনা করে এডাল্ট ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। 

সাম্প্রতিক সময়ে দেশের বিনোদন অঙ্গনের একাধিক নারী তারকা এমন ভুয়া এডাল্ট কনটেন্টের মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। এই তালিকায় মেহজাবীন ছাড়াও আরো যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাদিয়া আয়মান, রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়া, পরী মণি।  

সুতরাং, মেহজাবীন চৌধুরীর বিদেশে গিয়ে বিকিনি পরিহিত ছবি তোলার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ছবিগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

  • Mehazabien Chowdhury Instagram Post
  • Mehazabien Chowdhury Facebook Page Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img