ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি নিয়ে বিএনপি নেতা নজরুল ইসলাম খানের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া, প্রচারিত ফটেকার্ডটি সম্পাদিত

সম্প্রতি, ‘বিএনপির নেতা কর্মিরা ধানমন্ডি ৩২ নিয়ে বেশিই বাড়াবাড়ি করবে না, আগামী নির্বাচনে জনগন আমাদের মুক্তি যুদ্ধ বিরোধী হিসাবে চিহ্নিত করবে। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার অপরাধী হিসাবে ত আমাদের তারেক রহমানকে দোষারোপ করতেছে। ভবিষ্যতে আমরা কি মেজর জিয়ার কবর, আমাদের কবর আমরা বগলে নিয়ে ঘুরতে পারবো?’ শীর্ষক মন্তব্যটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের দাবিতে ডিবিসি নিউজের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধানমন্ডি ৩২ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন কোনো মন্তব্য করেননি এবং ডিবিসি নিউজও এধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, নজরুল ইসলাম খানের ভিন্ন একটি মন্তব্য নিয়ে ডিবিসি নিউজ কর্তৃক প্রকাশিত একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ডিবিসি নিউজ এর লোগো দেখতে পাওয়া যায় এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ১৫ আগস্ট (শুক্রবার) উল্লেখ রয়েছে। উক্ত তথ্যের সূত্র ধরে ডিবিসি নিউজ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।  

তবে, ডিবিসি নিউজ এর ফেসবুক পেজে গত ১৫ আগস্ট প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের লিখা ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। ডিবিসি এর মূল ফটোকার্ডটিতে ‘বাকশালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান, সামরিক স্বৈরশাসনের গোরস্তানে গণতন্ত্র এনেছিলেন খালেদা জিয়া, আর ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন। – নজরুল ইসলাম খান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। তাছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে ডিবিসি নিউজ এর ফটোকার্ডের শিরোনামের ফন্টের অমিল রয়েছে। 

Photocard Comparison By Rumor Scanner 

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডিবিসি নিউজ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, আলোচিত ফটোকার্ডটির বিষয়ে ডিবিসি নিউজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে গতকাল (১৬ আগস্ট) একটি পোস্টে জানানো হয়, আলোচিত ফটোকার্ডটি ডিবিসি নিউজ প্রকাশ করেনি, এটি ভুয়া। 

সুতরাং, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মন্তব্য দাবিতে ডিবিসি নিউজের নামে প্রচারিত  ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

  • dbenews- Facebook Post (1, 2)

আরও পড়ুন

spot_img