অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে আপত্তিকর দৃশ্যে দেখা গেছে দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি মেহজাবীন চৌধুরীর আসল ছবি নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে মেহজাবীনের গায়ের পোশাকের ডিজাইন সম্পাদনা করে আপত্তিকর দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে মেহজাবীন চৌধুরীর অফিশিয়াল ফেসবুক পেজে গত ৩০ মার্চ একই পোশাকে একাধিক ছবি সম্বলিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ছবিটি এই পোস্টে পাওয়া যায়নি।

পোস্টটির এডিট হিস্টোরি যাচাই করে দেখা যায়, এই পোস্টে আরও একটি ছবি যুক্ত ছিল। পরবর্তীতে ছবিটি সরিয়ে নেওয়া হয়। উক্ত ছবিটিই এই আলোচিত ছবি বলে রিউমর স্ক্যানারের কাছে প্রতীয়মান হয়।
পরবর্তী অনুসন্ধানে একই দিন (৩০ মার্চ) এবং তার পরদিনও এই ছবিগুলো একাধিক ফেসবুক অ্যকাউন্ট থেকে পুনরায় পোস্ট হতে দেখা যায়। এসব পোস্টে আলোচিত ছবিটিও ছিল। তবে ছবিতে মেহজাবীনের পোশাকের ডিজাইনের সাথে আলোচিত ছবিটির পোশাকের ডিজাইনে দৃশ্যমান পার্থক্য পরিলক্ষিত হয়।

অর্থাৎ, মেহজাবীনের প্রকাশ করা ছবিটিকে সম্পাদনা করে আপত্তিকর হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিনোদন অঙ্গনের একাধিক নারী তারকা এমন ভুয়া এডাল্ট কনটেন্টের মাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। এই তালিকায় মেহজাবীন ছাড়াও আরো যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাদিয়া আয়মান, রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়া, পরী মণি।
সুতরাং, মেহজাবীন চৌধুরী দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Mehazabien Chowdhury: Facebook Post