ড. ইউনূস ১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানাননি, প্রচারিত ভিডিওটি ডিপফেক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১৫ই আগস্টে শোক পালনের আহ্বান জানিয়েছেন শীর্ষক দাবিতে একটি ভিডিও অনলাইনের প্লাটফর্মে প্রচার হচ্ছে। ভিডিওটিতে ড. ইউনূসের কথিত কন্ঠে বলতে শোনা যায়, “আগামী ১৫ই আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের যে ১৬ জন। পরিবার এবং দুইজন বাইরের বোধহয়। একজন কর্ণেল জামিল আরেকজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। কারণ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭ট বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সাথে কীভাবে ফাইট করেছে, একটা ফাইট তো হলো নয় মাসের যুদ্ধ, সেটা না, তার আগে রাজনৈতিক যুদ্ধ সেটা। অতএব যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে মন্দিরে এবং ঘরে বসে হলেও..”

উক্ত দাবিতে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৫ আগস্ট শোক পালনের বিষয়ে সম্প্রতি কোনো বক্তব্যই দেননি ড. ইউনূস বরং ছড়িয়ে পড়া ভিডিওটি এক বছর পূর্বের। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের এই ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভুয়া অডিও যুক্ত করে ড. ইউনূসের বক্তব্য দাবিতে প্রচার হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ০৯ আগস্ট ‘প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে যে বার্তা দিলেন’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া গেলেও দুই ভিডিওর বক্তব্যের অডিওতে অমিল পাওয়া যায়। 

Comparison: Rumor Scanner 

একই ভিডিও অন্যান্য গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়। এসব ভিডিওতেও একই অমিলের বিষয়টি লক্ষ্য করা যায়। 

ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, ড. ইউনূস ০৮ আগস্ট দেওয়া এই ভাষণে ১৫ই আগস্ট বিষয়ে কোনো মন্তব্যই করেননি। অর্থাৎ, ভিডিওটির মূল অডিও বদলে ভিন্ন অডিও যুক্ত করে দেওয়া হয়েছে। ১৫ই আগস্ট বিষয়ে ড. ইউনূসকে অন্য কোথাও এমন মন্তব্য করতে দেখা যায়নি। এ থেকে প্রতীয়মান হয় যে, এই অডিওটি ভুয়া। এআই এর মাধ্যমে তৈরি করা হয়েছে অডিওটি। পরবর্তীতে তা যুক্ত করে দেওয়া হয়েছে ভিডিওতে। তাছাড়া, প্রচারিত ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ করলেও ড. ইউনূসের ঠোঁটের নড়াচড়ার সাথে অডিও স্পষ্ট অমিল লক্ষ্য করা যায়। 

পরবর্তী অনুসন্ধানে জানা যায়, ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আটটি জাতীয় দিবস উদ্‌যাপন বা পালন না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত অক্টোবরে এ বিষয়ে আদেশও জারি করা হয়। 

সুতরাং, ড. ইউনূসের ১৫ আগস্ট শোক পালনের আহ্বান দাবিতে অডিও বদলে তার বক্তব্যের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা সম্পাদিত।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img