দিল্লিতে শেখ হাসিনার জনসম্মুখে আসার দাবিটি ভুয়া 

সম্প্রতি, “এবার দিল্লির রাজস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাজস্থান রাজ্য ভবন থেকে বের হলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও Tamanna Akhter Yesman নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। পরবর্তীতে তিনিই উক্ত ভিডিওটি বিভিন্ন ফেসবুক গ্রুপে একাধিক পোস্ট প্রচার করেন ৷ 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে। 

একই ক্যাপশনে অন্যান্য ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এই ভিডিওটি প্রচার করা হয়। 

ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে প্রকাশ্যে আসেননি। প্রকৃতপক্ষে, ২০২২ সালের মার্চ মাসে শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের সময়ে ধারণকৃত একটি ভিডিওকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে আলোচিত দাবিতে থাকা ভিডিওটি থেকে কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘Ad. Shahneaz Sultana Cumilla’ নামের ইউটিউব চ্যানেলে “Bangladesh PM Sheikh Hasina Visited Dubai Expo 2020” শিরোনামে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। 

Video Comparison by Rumor Scanner

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২২ সালের ১৩ মার্চ তারিখে ‘PM returns home from UAE’ শিরোনামে আলোচ্য বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot from The Daily Star by Rumor Scanner 

উক্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২২ সালের মার্চ মাসে শেখ হাসিনা পাঁচ দিনের সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সরকারি এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক, ছয়টি সমঝোতা স্বাক্ষর, এক্সপো ২০২০ দুবাই পরিদর্শন ও ব্যবসায়ী ফোরামসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফেরেন তিনি। 

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি সম্প্রতি দিল্লির রাজস্থানে ধারণ করা নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। 

এছাড়া, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ ভারতীয় গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমিরর ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। 

উল্লেখ্য, ভারতের দিল্লিতে রাজস্থান কলোনি নামে একটি আবাসিক এলাকা রয়েছে, যেটি উত্তর পূর্ব দিল্লিতে অবস্থিত। তাছাড়া, রাজস্থান নামে ভারতের একটি আলাদা রাজ্যও রয়েছে। 

সুতরাং, ২০২২ সালে শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের একটি ভিডিওকে সম্প্রতি শেখ হাসিনা দিল্লির রাজস্থানে জনসম্মুখে এসেছেন দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img