জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতা গত ০৫ আগস্ট কক্সবাজারে যান। এই পাঁচজনের একজন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এরই প্রেক্ষিতে তাসনিম জারার হোটেলের ছবি দাবিতে একটি এডাল্ট ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
একই দাবিতে টিকটকের পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি তাসনিম জারার নয় বরং, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তাসনিম জারার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে একাধিক ওয়েবসাইটে (সঙ্গত কারণে লিংক সংযুক্ত করা হয়নি) একই ছবির সন্ধান পায় রিউমর স্ক্যানার। এসব ছবিতে থাকা নারীর সাথে তাসনিম জারার মুখাবয়বের মিল না থাকলেও পারিপার্শ্বিক উপাদানগুলোর মিল পাওয়া যায়।

তাছাড়া প্রচারিত ছবিটি বিশ্লেষণ করে এতে গলার অংশের রংয়ে অসামঞ্জস্যতাসহ একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। এ থেকে প্রতীয়মান হয় যে, ছবিটিতে গলার ওপরের অংশে ভিন্ন নারী অর্থাৎ তাসনিম জারার মুখমণ্ডল আলাদাভাবে বসানো হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে মূল ছবিটি পূর্বেও সম্পাদনা করে ভিন্ন নারী হিসেবে উপস্থাপন (সঙ্গত কারণে লিংক সংযুক্ত করা হয়নি) করে প্রচার করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আরো অনুসন্ধানে একই নারীর একই ব্যাকগ্রাউন্ডের আরেকটি ছবিরও সন্ধান মেলে পিন্টারেস্টে।

সুতরাং, তাসনিম জারার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Source: Hidden (adult purpose)
- Pinterest: Beautiful Women Over 40