বাংলাদেশের মন্দিরে চুরির ভিডিও দাবিতে ভারতের আসামের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে, “মন্দিরে ঢুকে মাকে প্রণাম করে মায়ের মাথা থেকে ১০ ভরি ওজনের স্বর্ণের মুকুট ও ৭৫০ গ্রাম রুপা চু-রি করে নিয়ে গেছে যুবক। তার প’রি’চ’য় এখনো স’না’ক্ত হয় নি।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের বা বাংলাদেশের কোনো মন্দিরে চুরির দৃশ্যের নয় বরং, ২০২৪ সালের ২৬ মে তারিখে ভারতের আসামের একটি মন্দিরে চুরির ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতের আসামভিত্তিক সংবাদমাধ্যম ‘News18 Assam & NE’ এর ফেসবুক পেজে গত ২৬ মে তারিখে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে সিসিটিভি ফুটেজের সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল পাওয়া যায়। সংযুক্ত সিসিটিভি ফুটেজটিতে তারিখ হিসেবে ২০২৪ সালের ২৬ মে দেখা যায়।

Comparison : Rumor Scanner

ভিডিওটির ক্যাপশনে ‘আসাম’ হ্যাশট্যাগসহ বলা হয়, “চুরি করার আগে প্রথমে হাঁটু গেড়ে প্রার্থনা, তারপর করল চুরির কাজ। এই চোরের ভগবানের প্রতি অগাধ বিশ্বাস। মন্দিরে ঢুকে সে প্রথমে প্রার্থনা করল, আর তারপর যা ঘটল তা হল এই…” (অনূদিত)

এছাড়াও, অনুসন্ধানে ভারতভিত্তিক সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে এনই’ এর ওয়েবসাইটে এ বিষয়ে ২০২৪ সালের ২৬ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন একই ভিডিওটি পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, “আসামের গোসাইগাঁও শহরের অন্তর্গত কচুগাঁও এলাকায় অবস্থিত ঐতিহাসিক মা মহামায়া মন্দিরে (২৬ মে,২০২৪) ভোররাতে চুরি হয়। প্রায় রাত ৩টা ৩০ মিনিটে এই চুরির ঘটনা ঘটে, যখন মন্দিরে কেউ উপস্থিত ছিল না বলে ধারণা করা হচ্ছে। চোরেরা মন্দিরে ঢুকে প্রায় ১০ ভরি সোনা এবং ৭৫০ গ্রাম রূপার একটি মুকুটসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গয়নাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ রূপি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোট ৩ জন চোর এই চুরির সঙ্গে জড়িত ছিল। যদিও তাদের মুখ আংশিকভাবে অস্পষ্ট ছিল, তবে তাদের মধ্যে একজনকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে।” (অনূদিত)

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি ভারতের আসামের। এটি ২০২৪ সালের মে মাসের ঘটনা।

সুতরাং, ২০২৪ সালে ভারতের আসামের একটি মন্দিরে চুরির ভিডিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মন্দিরে চুরির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img