সম্প্রতি, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী গ্লোবাল হিউমার নামক কথিত বৈঠকে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন এবং এই নিয়ে মোট আটটি দেশ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেব বৈধতা দিল – এই দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়, ‘ব্রেকিং নিউজ এবার বৈধ প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণা করেছেন আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী মেসর্ফার……….. বিশ্বে নেতাদের অংশগ্রহণে গ্লোবাল হিউমার বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। আমরা একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ সুপরিকল্পিত বৈঠক করতে সক্ষম হয়েছি আমাদের সাক্ষাৎটি ছিলো একটি গুরুত্বপূর্ণ মুহুর্ত এই নিয়ে ৮ টি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বৈধ ঘোষণা করলেন।।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বৈধ ঘোষণা করা হয়নি। ‘মেসর্ফার’ নামে আর্জেন্টিনার কোনো পররাষ্ট্রমন্ত্রীর তথ্যও খুঁজে পাওয়া যায়নি, বর্তমানে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হলেন জেরার্ডো ওয়ের্থেইন (Gerardo Werthein)। এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ‘গ্লোবাল হিউমার’ নামে কথিত কোনো বৈঠকের তথ্যও খুঁজে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, কথিত ঘোষণার ছবি দাবিতে ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং আর্জেন্টিনার সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো-র ভিন্ন বিষয়ে বৈঠকের ছবি প্রচার করা হয়েছে।
প্রথম ছবি যাচাই
এই বিষয়ে অনুসন্ধানে ‘Santiago Cafiero’ নামের এক্স অ্যাকাউন্টে ২০২৩ সালের ১৩ জুন প্রচারিত একটি পোস্টে ছবিটি খুঁজে পাওয়া যায়।

পোস্টটির ক্যাপশন ভাষান্তর করে জানা যায়, ছবিটি সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি-র সঙ্গে সেই সময়ের আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো-র বৈঠকের ঘটনার। পোস্টে বাংলাদেশ বা শেখ হাসিনাকে নিয়ে কোনো তথ্যের উল্লেখ ছিল না।
তাছাড়া, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী পদে ‘মেসর্ফার’ নামের কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। ছবিতে থাকা পুরুষটি হলেন সেই সময়ের আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
অর্থাৎ, ছবিতে থাকা নারী হলেন সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং পুরুষটি আর্জেন্টিনার সাবকে পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গ্লোবাল হিউমার নামে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক বৈঠক বা অনুষ্ঠানের তথ্য খুঁজে পাওয়া যায়নি।
দ্বিতীয় ছবি যাচাই
এই বিষয়ে অনুসন্ধানে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ জুন ‘Argentina y Emiratos Árabes firmaron memorando sobre cooperación técnica’ শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে দ্বিতীয় ছবিটি খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি-র আর্জেন্টিনা সফরকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো-র নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় একটি কারিগরি সহযোগিতা বিষয়ক মেমোরান্ডাম স্বাক্ষর করেছিল।
অর্থাৎ, এটি নিশ্চিত যে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং আর্জেন্টিনার সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো-র এই ছবিগুলো ২০২৩ সালের জুনের।
তাছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আর্জেন্টিনাসহ মোট আটটি দেশ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেব বৈধতা দিয়েছে এমন কোনো তথ্য আন্তর্জাতিক বা দেশিয় গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এমন কোনো ঘটনা ঘটলে তা গণমাধ্যমে সংবাদ হতো।
এছাড়াও, সংযুক্ত আরব আমিরাত ও আর্জেন্টিনা সরকারের প্রতিনিধিরা ‘গ্লোবাল হিউমার’ নামের কোনো বৈঠক করেছেন এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি। ‘মেসর্ফার’ নামের আর্জেন্টিনার কোনো পররাষ্ট্রমন্ত্রীর নামও খুঁজে পাওয়া যায়নি।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যক্ষেণ করে জানা যায়, বর্তমানে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী হলেন জেরার্ডো ওয়ের্থেইন (Gerardo Werthein)।
উল্লেখ্য, Tamanna Akhter Yesman নামে পরিচালিত এই ফেসবুক অ্যাকাউন্টটি ভুয়া। সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী রিম আল হাশিমির ছবি ব্যবহার করে এই ভুয়া অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা নিয়ে গত ১৯ জুন বিস্তারিত ফ্যাক্টস্টোরি প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং আর্জেন্টিনার সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো-র ভিন্ন বিষয়ে বৈঠকের ছবিকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Santiago Cafiero : X Post
- cancilleria.gob.ar : Argentina y Emiratos Árabes firmaron memorando sobre cooperación técnica
- Rumor Scanner’s analysis