৩ আগস্ট শহীদ মিনারে ত্রিমুখী সংঘর্ষ দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার 

গত ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত আবেদন করে অনুমতি পেয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন ছাত্রদল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে তারা শেষ পর্যন্ত সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে আয়োজনের সিদ্ধান্ত নেয়। একই দিনে শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে সমাবেশ করে এনসিপি। এই পরিস্থিতিকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকায় যুবদল, এনসিপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ ঘটেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে। 

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, সংঘর্ষের ভিডিওটি গতকাল (৩ আগস্ট) এর নয় বরং, এটি ২০২৩ সালে বিএনপির একটি কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পুরোনো ভিডিও। এছাড়া গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে যুবদল, এনসিপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি বিশ্লেষণ করে, এর নিচের ডান কোণে ‘প্রতিদিন খবর’ লেখা একটি জলছাপ দেখা যায়। এই সূত্র ধরে ‘প্রতিদিন খবর24’ নামে একটি ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়। সেখানে অনুসন্ধান চালিয়ে, ২০২৩ সালের ২৩ মে তারিখে প্রকাশিত হুবহু একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের কথা উল্লেখ করা হয়।

Comparison: Rumor Scanner.

তারিখ ও ক্যাপশনের ভিত্তিতে চ্যানেল ২৪-এর ইউটিউব চ্যানেলেও একই দিনের একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যগত মিল দেখা যায়। ওই প্রতিবেদনে জানানো হয়, সেদিন বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়া, জাগোনিউজ২৪-এ ২০২৩ সালের ২৩ মে প্রকাশিত একটি প্রতিবেদনেও বলা হয়, ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি সায়েন্সল্যাব এলাকায় পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। পদযাত্রা কর্মসূচিটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

ভিডিও বিশ্লেষণে আরও দেখা যায়, সংঘর্ষের ঘটনাটি ‘রসুই’ নামের একটি রেস্টুরেন্টের সামনে ঘটেছে।

Screenshot: Facebook

গুগল ম্যাপে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া যায়, রেস্টুরেন্টটি রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত, যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উল্লেখযোগ্য দূরত্বে অবস্থিত। 

তাছাড়া, গতকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ধরনের কোনো সংঘর্ষের তথ্য গণমাধ্যম বা অন্য কোনো সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ২০২৩ সালে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ভিডিওকে গতকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে  যুবদল, এনসিপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img