গত ১৬ জুলাই বিশ্বব্যাপী জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের একটি কনসার্টে এক অস্বস্তিকর ঘটনার জন্ম দেন মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও অ্যান্ডি বায়রন। কনসার্ট চলাকালীন তিনি নিজ কোম্পানির এইচআর-প্রধান এক নারী কর্মকর্তাকে জড়িয়ে ধরেন। এরই প্রেক্ষিতে অ্যান্ডি বায়রনের পরিবার দাবিতে একটি তুলনামূলক ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি অ্যান্ডি বায়রনের স্ত্রী’র নয়। প্রকৃতপক্ষে, পরিবারসহ প্রচারিত ছবিতে থাকা নারীর নাম এলিনা সালিয়াখোভা এবং তিনি একজন রুশ ইনফ্লুয়েন্সার। উল্লেখ্য, অ্যান্ডি বায়রনের স্ত্রী’র নাম মেগান কেরিগান।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কোল্ডপ্লের কনসার্টে আলোচিত ঘটনা বিষয়ে বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বাংলার ওয়েবসাইটে “কোল্ড প্লে কনসার্টের ভিডিও ভাইরালের পর প্রধান নির্বাহীকে ছুটিতে পাঠিয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনটিতে ভিডিওতে থাকা পুরুষ ব্যক্তিকে অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন এবং নারীকে কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে, অ্যান্ডি বাইরনের স্ত্রী সম্পর্কে বিস্তারিত জানতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘New York Post’ এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘Ex-Astronomer CEO Andy Byron’s wife holed up in $2.4M mansion since husband was caught canoodling with HR exec at Coldplay concert’ শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদেনটিতে, অ্যান্ডি বায়রনের স্ত্রী হিসেবে মেগান কেরিগানের নাম উল্লেখ করা হয়েছে এবং আলোচিত এই ঘটনার পর তিনি (স্ত্রী) অ্যান্ডি বায়রনের থেকে দূরে সরে ২.৪ মিলিয়ন ডলারের একটি প্রাসাদে আশ্রয় নিয়েছেন।
এছাড়া, অ্যান্ডি বায়রনের স্ত্রীর চেহারার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির নারীর চেহারার যথেষ্ট অমিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তী অনুসন্ধানে অ্যান্ডি বায়রনের পরিবারের ছবি দাবিতে থাকা নারীর পরিচয় খুঁজে দেখার চেষ্টা করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দেখা যায়, ছবির নারীর নাম এলিনা সালিয়াখোভা, যিনি একজন রুশ ইনফ্লুয়েন্সার। একটি ভাইরাল ছবির মাধ্যমে ইন্টারনেটে তিনি বেশ পরিচিতি পান। ছবিটিতে তাকে ও তার সন্তানদের একটি বিলাসবহুল ডিনার টেবিলে দেখা যায়, যেটি প্রথম ২০২১ সালের ৩১ ডিসেম্বরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছিল।
অর্থাৎ, ইন্টারনেট থেকে সংগৃহীত এলিনা সালিয়াখোভার নামক এক পরিবারসহ নারীর ছবি অপ্রাসঙ্গিকভাবে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাস্ট্রোনোমার এর সিইও অ্যান্ডি বায়রনের স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।