আগস্ট মাসের ‘শোকের’ বিরুদ্ধে ব্যঙ্গাত্মক প্রতিবাদ করে গত বছরের ১ আগস্ট প্রচারিত ভিডিও দাবিতে ভারতের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

অন্তত গত ১ আগস্ট মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে ‘লে পাগলু ডান্স’ গানে ২ জন ছেলে, ১ জন মেয়ে ও একটি কুকুরকে নাচতে বা তাল মেলাতে দেখা যায়। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, আগস্ট মাসের ‘শোকের’ বিরুদ্ধে ব্যঙ্গাত্মক প্রতিবাদ করে বাংলাদেশি একজন গত বছরের ১ আগস্টে প্রথমবার ভিডিওটি পোস্ট করেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত একটি ভিডিও এককভাবে ১৬ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ১৬ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত বছরের ১ আগস্টে প্রথমবার পোস্ট করা হয়নি বরং, গত বছরের ১৯ জুলাইয়ে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রচার করা হয়েছে। এছাড়া, ভিডিওটি পোস্টের সাথে আগস্ট মাসের ‘শোকের’ বিরুদ্ধে কোনো বাংলাদেশির ব্যঙ্গাত্মক প্রতিবাদের কোনো বিষয় ছিল না বরং, ভিডিওটিতে নাচতে থাকা ব্যক্তির নাম ভিশাল শংকর যিনি একজন ভারতীয় ড্যান্সার ও কোরিওগ্রাফার এবং ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা।

অনুসন্ধানে ‘vishal_sonkar_official’ শীর্ষক ইউজারনেমের একটি ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত বছরের ১৯ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে প্রদর্শিত দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে নিশ্চিত হওয়া যায় যে এটি ভিশাল শংকর নামের এক কোরিওগ্রাফার ও ড্যান্সারের আসল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ভিডিওটিতেও ভিশাল শংকর রয়েছেন। এছাড়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সংযুক্ত ভিশালের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে আলোচিত ভিডিওটি গত বছরের ২১ জুলাইয়ে ফেসবুকেও প্রচারিত হতে দেখা যায়। উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ও ভিশালের পোস্ট করা ভিডিও দুইটিরই অডিওতে ‘লে পাগলু ডান্স’ গান চললেও শব্দে কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়।

এছাড়া, ভিশালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বায়ো থেকে জানা যায়, ভিশাল শংকর ড্যান্স দিওয়ানে নামক একটি ভারতীয় ড্যান্স রিয়েলিটি শো এর দ্বিতীয় মৌসুমের বিজয়ী।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধান করলে ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’ ও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর সূত্রে জানা যায়, ভিশাল শংকর একজন ভারতীয় এবং তিনি মূলত ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা। তিনি ২০১৯ সালে ভারতীয় ড্যান্স রিয়েলিটি শো এর দ্বিতীয় মৌসুমের বিজয়ী হন। ভিশালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এবাউট সেকশন পর্যবেক্ষণ করলেও দেখা যায়, অ্যাকাউন্টটি মূলত ভারত থেকে পরিচালিত হচ্ছে।

সুতরাং, ভিশাল শংকর নামে ভারতীয় এক ড্যান্সার ও কোরিওগ্রাফারের গত বছরের ১৯ জুলাইয়ে প্রচারিত একটি ভিডিও আগস্ট মাসের ‘শোকের’ বিরুদ্ধে ব্যঙ্গাত্মক প্রতিবাদ করে একজন বাংলাদেশি গত বছরের ১ আগস্টে প্রথমবার ভিডিওটি পোস্ট করেছিলেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img