সম্প্রতি, ‘ডে’ভিল ই’উনুস ও তার পুলিশ বা’হিনী এভাবেই গোপালগঞ্জ আওয়ামী লীগের কর্মীদের সাথে যু’দ্ধ করছেন…!’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, দাবি করা হচ্ছে এই ভিডিওটি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কর্তৃক বলপ্রয়োগের ঘটনার।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয়। তাছাড়া, এটি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পুলিশ প্রশাসন দিয়ে গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে কঠোর দমনমূলক কার্যক্রমেরও কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, অন্তত ২০২৪ সালের জুলাই মাস থেকে ইন্টারনেটে বিদ্যমান এই ভিডিওটি আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে। ভিডিওটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ঢাকায় গণগ্রেপ্তার করা হয়েছিল এমন দাবিতে প্রচার হয়েছিল।
এই বিষয়ে অনুসন্ধানে ভিডিওটি থেকে কিছু কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘Sayed Rouf’ নামের একটি এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৬ জুলাই ‘Gunshots fired and several arrested just a hour ago across several areas of DHAKA!!!’ ক্যাপশনে প্রচারিত পোস্টে হুবহু ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এছাড়াও, পোস্টটিতে #Bangladesh #StudentsUnderAttack #StepDownHasina হ্যাশট্যাগুলো ব্যবহার করা হয়।

এছাড়াও, ভিডিওটি ‘Basherkella – বাঁশেরকেল্লা’ নামক এক্স অ্যাকাউন্টেও একই তারিখে প্রচারিত একটি পোস্টে খুঁজে পাওয়া যায়।

পোস্টটিতে বলা হয়, ‘গণহত্যার পর সারা ঢাকা শহরজুড়ে এখন চলছে গণগ্রেপ্তার!
সারারাত রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এসময় তাদের পাশে সশস্ত্র সেনা সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একাধিক জায়গায় বিল্ডিং এর মেইন গেইট ভেঙ্গে শিক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই সংক্রান্ত একটা ভিডিও সংযুক্ত করা হয়েছে। গত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাগুলির শব্দও পাওয়া গেছে বলে একাধিক ব্যক্তি আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে জানিয়েছে। ছাত্র-জনতার বিরুদ্ধে যেন যুদ্ধে নেমেছে এই পোশাকধারী সন্ত্রাসীরা!’
এছাড়াও, ‘3X Movie’ নামক একটি ইউটিউব চ্যানেলেও ২০২৪ সালের ২৬ জুলাই ভিডিওটি সেই সময়ের ঢাকার ভিডিও দাবিতে প্রচার হতে দেখা যায়। একই তারিখে ভিডিওটি ফেসবুকেও প্রচার হতে দেখা যায়। দেখুন – এখানে, এখানে।
অর্থাৎ, এই ভিডিওটি পুরোনো এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলের নয়।
সুতরাং, অন্তত ২০২৪ সালের জুলাই থেকে ইন্টারনেটে বিদ্যমান ভিডিওকে সম্প্রতি পুলিশ প্রশাসন গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে কঠোর দমনমূলক কার্যক্রম চালাচ্ছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Sayed Rouf : Gunshots fired and several arrested just a hour ago across several areas of DHAKA!!!
- Basherkella – বাঁশেরকেল্লা : গণহত্যার পর সারা ঢাকা শহরজুড়ে এখন চলছে গণগ্রেপ্তার!
- 3X Movie : Gunshots fired and several arrested just a hour ago across several areas of DHAKA!!!
- Maynul : Facebook Post
- Maynul : Facebook Post