সম্প্রতি, এক শিক্ষার্থীর হাতে ‘আমরা শেখ হাসিনাকে চাই’ শীর্ষক লেখা যুক্ত প্লেকার্ডের একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, ড্রেস পরা কিছু শিক্ষার্থী শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং তাদের মধ্যে সামনের জন প্লেকার্ডটি ধরে আছেন।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষার্থীর হাতে ‘আমরা শেখ হাসিনাকে চাই’ শীর্ষক লেখা যুক্ত প্লেকার্ডের এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ছবি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে এই ছবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে শিক্ষার্থীদের হাতে ‘আমরা শেখ হাসিনাকে চাই’ শীর্ষক লেখা যুক্ত প্লেকার্ডের ছবিটিতে এআই-জনিত একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গেছে। যেমন – এক. প্লেকার্ড হাতে রাখা ছেলেটির আঙ্গুলে অসামঞ্জস্যতা দেখা যায়। দুই. প্রত্যেক শিক্ষার্থীর মুখাবয়ব দেখতে প্রায় একই রকম। সাধারণত এআই দিয়ে তৈরি ছবির ক্ষেত্রে এমন অসামঞ্জস্যতা দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট সাইটইঞ্জিনে পরীক্ষা করা হয়। ওয়েবসাইটটির বিশ্লেষণে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ।

সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি শিক্ষার্থীদের হাতে ‘আমরা শেখ হাসিনাকে চাই’ শীর্ষক লেখা যুক্ত প্লেকার্ডের একটি ছবিকে বাস্তব দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Sightengine.