দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এক ব্যক্তির বক্তব্য দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি, “৫ তারিখ না আসলে বুঝতাম না!” Hashtags: #বাংলাদেশবাস্তবতা #রাজনীতি #জনগণেরকথা #রিয়েলটক #BanglaVoice #StreetSpeech #PoliticalIrony #ViralBanglaScene” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৫ আগস্ট (২০২৪) পরবর্তী দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে এক ব্যক্তির বক্তব্যের দৃশ্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয়; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলে তাতে কথা বলা ব্যক্তির পেছনে থাকা লোকজনকে নড়াচড়া কিংবা চোখের পলক ফেলতে দেখা যায়নি এবং উক্ত ব্যক্তির মুখ নড়লেও চোখের অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

এছাড়া, প্রচারিত ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ হলো গুগলের একটি অত্যাধুনিক এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারে। এই টুল দিয়ে তৈরি ভিডিওতে সাধারণত ‘Veo’ জলছাপ থাকে। এই ভিডিওটিতেও ‘Veo’ জলছাপ রয়েছে এবং এর দৈর্ঘ্য ৮ সেকেন্ড।

Screenshot from Claimed Video

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ মডারেশনে ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

Screenshot: Hive Moderation

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে ৫ আগস্ট (২০২৪) পরবর্তী দেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে এক ব্যক্তির বক্তব্য প্রদানের দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis
  • Hive Moderation

আরও পড়ুন

spot_img