চট্টগ্রামে এনসিপির মহিলা সমন্বয়ককে গণধোলাইয়ের দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘চট্টগ্রামে এনসিপির মহিলা সমন্বয়ক কে গণধোলাই দিল সাধারণ জনগণ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামে এনসিপির মহিলা সমন্বয়ককে গণধোলাইয়ের ভিডিও নয় বরং, এটি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জনতার পিটুনির ঘটনার ভিডিও। 


এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম ‘Rtv News’ এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৯ মার্চ “ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ বাজারে হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পি’টু’নি” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির শুরু থেকে ১৬ সেকেন্ড অংশের হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে ‘The Daily Morning Voice’ নামক একটি ফেসবুক পেজেও একই তথ্যসংবলিত আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহিলা সমন্বয়ক বলে কোনো পদ নেই। 

সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হিজড়াদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে জনতার পিটুনির ঘটনার দৃশ্যকে চট্টগ্রামে এনসিপির মহিলা সমন্বয়ককে গণধোলাইয়ের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img