গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে হামলা ও সংঘর্ষের প্রেক্ষিতে “এনসিপির নেতারা যে বয়সে ললিপপ খাইতো! গোপালগঞ্জে সেই বয়সের পোলাপান রাজপথের মিছিলে থাকে” শিরোনামে গোপালগঞ্জে দুই শিশুর মিছিলের মুহূর্ত দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে হওয়া এনসিপি বিরোধী কোনো মিছিলের দৃশ্যের নয়, বরং, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচির আগ থেকেই ইন্টারনেটে ভিডিওটির অস্তিত্ব রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে ‘Suhan Ahmed’ নামক একটি ফেসবুক পেজে গত ০৮ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও’র সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি, ‘Suhan Ahmed’ এর টিকটক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্টকারী সুহান আহমেদ ভিডিওটির ক্যাপশনে দুই শিশুকে ছাত্রদলের মিছিলে অংশগ্রহণকারী এবং তার মামাতো ও খালাতো ভাই বলে দাবি করেন। তবে এই মিছিলটি ছাত্রদলের কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
অর্থাৎ, ভিডিও ধারণকালের সময় ও প্রেক্ষাপট সম্পর্কে জানা না গেলেও এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে, এটি সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের এনসিপি বিরোধী মিছিলের দৃশ্য নয়।
সুতরাং, এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুই শিশুর এনসিপি বিরোধী মিছিলের মুহূর্ত দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।