সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় সূর্য নামের এই শিক্ষার্থীর মৃত্যুর খবরটি গুজব

গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন অবধি ৩১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। এরই পরিপ্রেক্ষিতে রাত তিনটার দিকে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় সরকার। এসব ঘটনার জেরে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আজ বেলা আড়াইটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন। এরই প্রেক্ষিতে এক ব্যক্তিকে কয়েকজন মিলে আহত অবস্থায় নিয়ে যাচ্ছেন এমন ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে তিনি মারা গেছেন।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সচিবালয়ের সামনে আজ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় হাসিরুন মাহিন সূর্য নামের এই শিক্ষার্থী মারা যাননি বরং, এই ঘটনায় প্রাথমিক চিকিৎসার পর তিনি ঢামেক থেকে ছাড়া পেয়েছেন বলে সূর্য নিজেই রিউমর স্ক্যানারকে জানিয়েছেন।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, সচিবালয়ের আজকের এই ঘটনায় আহত অন্তত ৭৫ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সামির নামের একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও আজকের ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যুর তথ্য না পেয়ে ফেসবুকে কিওয়ার্ড সার্চ এবং এডভান্স টুল ব্যবহার করে রিউমর স্ক্যানার জানতে পারে, উক্ত ব্যাক্তির নাম হাসিরুন মাহিন সূর্য। তিনি এ বছর রাজধানীর একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

এ বিষয়ে সূর্যের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, তিনি আজকের ঘটনায় আহত হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে (রিলিজ) দেওয়া হয়। 

সুতরাং, সচিবালয়ের ঘটনায় সূর্য নামের এক শিক্ষার্থী মারা গেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img