মঙ্গলবার, জুলাই 22, 2025

আফগানিস্তানে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার 

সম্প্রতি, ‘মাদ্রাসার শিক্ষকের জঙ্গী তান্ডব দেখেন!! মাদ্রাসায় পড়ুয়া ছাত্র অনৈতিক প্রস্তাব না মানায় ছাত্রকে কি নির্মম ভাবে মারধর করছে!! আপনার ছেলে কে মাদ্রাসায় দিয়েছেন ছেলে কেমন আছে খবর নিয়েছেন??’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি বাংলাদেশের নয় বরং, এটি আফগানিস্তানের একটি ঘটনা।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে উজবেক গণমাধ্যম ‘Daryo’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ‘Afghanistan arrests supporter of student corporal punishment’ শীর্ষক  শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে ছাত্রকে মারধরের অভিযোগে আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের শরীন তাগাব অঞ্চলের মসজিদের ইমাম ও ‘দারুল হুফ্‌ফাজ’ মাদ্রাসার শিক্ষক ক্বারী কুদরাতুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ছাত্রদের শারীরিক শাস্তির পক্ষে ছিলেন। এক ছাত্রকে মারধরের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতার করে ইসলামিক আমিরাত বাহিনী।

উল্লিখিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচিত ভিডিওর বিষয়ের আফগানিস্তানের গণমাধ্যম ‘Tolonews’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর “Faryab Teacher Caught on Video Beating a Student Has Been Detained” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালে আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের শরীন তাগাব জেলার সায়াদ এলাকার একটি মাদ্রাসায় ছাত্র পিটানোর একটি ঘটনা ঘটে। ‘দারুল হিফাজ’ নামের ওই মাদ্রাসার শিক্ষক ক্বারী কুদরাতুল্লাহ তার এক ছাত্রকে শারীরিকভাবে নির্যাতন করেন। 

অর্থাৎ, মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের ভিডিওটি বাংলাদেশের নয়।

সুতরাং, আফগানিস্তানে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img