জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে দিনভর হামলা, সংঘর্ষ এবং ভাংচুরের ঘটনায় গত বুধবার (১৬ জুলাই) রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে এখন অবধি অন্তত ৫ জন নিহত হয়েছেন। দিরভর সংঘর্ষের পর ঐদিন সন্ধ্যায় গোপালগঞ্জে কারফিউ জারি করে প্রশাসন। হামলাকারীদের গ্রেফতারে জেলা জুড়ে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
এরই প্রেক্ষিতে, “গোপালগঞ্জে হসপিটালের বেড থেকে নামিয়ে নামিয়ে গনহত্যা চালিয়েছে সেনাবাহিনীর ও এনসিপি জামাত মিলে” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট (ভিডিও) দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, বিদ্যাপীঠ নামক একটি নাটকের দৃশ্যকে গোপালগঞ্জে হাসপাতালের বেড থেকে নামিয়ে গণহত্যা চালানোর ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওতে ‘RKR Production’ নামক লোগো দেখতে পাওয়া যায়। উক্ত তথ্যের সূত্র ধরে ‘RKR Production’ এর ইউটিউব চ্যানেলটিতে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর “Bidya Pith Expert Tofazzel Shares” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ১৮ মিনিট ২৭ সেকেন্ড সময়ের এই নাটকটির ১৪ মিনিট ৪০ সেকেন্ড থেকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য দেখতে পাওয়া যায়।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ভাত খাইয়ে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটে। মোবাইল চুরির সন্দেহে তিন ধাপে ২১ জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধর করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাবিতে আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে আলোকপাত করেই ‘বিদ্যাপীঠ’ নামক নাটকটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, এটি নিশ্চিতভাবে বলা যায় যে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে নির্মিত নাটকের ভিডিওকে গোপালগঞ্জে হাসপাতালের বেড থেকে নামিয়ে গনহত্যা চালানোর দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- RKR Production: YouTube Video
- Prothom Alo: তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
- Rumor Scanner’s analysis