চাঁদপুরে হামলার শিকার খতিবের মৃত্যুর গুজব

গতকাল (১১ জুলাই) চাঁদপুর শহরের প্রসেসরপাড়ায় স্থানীয় এক মসজিদের খতিবকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এক ব্যক্তি। হামলার শিকার খতিব মাওলানা নূরুর রহমানকে পরবর্তীতে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়। এরই মধ্যে, হামলার শিকার খতিব মাওলানা নূরুর রহমান মারা গেছেন- শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চাঁদপুরে নৃশংস হামলার শিকার মসজিদের খতিব মাওলানা নূরুর রহমান মারা যাননি বরং, তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে।

অনুসন্ধানে অনলাইন গণমাধ্যম ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে গতকাল (১১ জুলাই) “পছন্দ হয়নি খতিবের বক্তব্য, মসজিদে ঢুকে কোপাল মুসল্লী”- শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়, গতকাল (১১ জুলাই) চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায় মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ. ন. ম. নূরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে হামলা করে এক ব্যক্তি। পরবর্তীতে আহত খতিবকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, আহত স্থানে ১০ থেকে ১২টি সেলাই লেগেছে। তাকে বর্তমানে ওসেক ওয়ার্ডে চিকিৎসাধীন রাখার পর কিছুক্ষণ আগে তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

এছাড়া, একই বিষয়ে দেশ টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল (১১ জুলাই) চাঁদপুরে হামলার শিকার খতিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

পরবর্তীতে বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য হামলার শিকার খতিব নূরুর রহমানের ছেলে আফনান তাকির সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। আফনান তাকি জানান, তার বাবা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুতরাং, চাঁদপুরে হামলার শিকার মসজিদের খতিব নূরুর রহমান মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img