বাংলাদেশের সাম্প্রতিক সংঘাতের দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংগঠিত সংঘাতের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে একটি ফসলী জমিতে কয়েকজন নারী পুরুষকে ধস্তাধস্তি করতে দেখা যায়। যার এক পর্যায়ে এক ব্যক্তি আরেক ব্যক্তির মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। 

সংঘাতের দৃশ্য

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে এক্সে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত সংঘাতের ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের প্রতাপগড় এলাকার জমি নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে হওয়া সংঘাতের ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Ldutva Knight commentory নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ২৯ জুন প্রচারিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির শিরোনামটি ইংরেজিতে ভাষান্তরের মাধ্যমে জানা যায়, ভিডিওটি ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড়ে জমি নিয়ে বিরোধের জেড়ে দুই পক্ষের মধ্যে হওয়া সংঘাতের ঘটনার। উক্ত ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও পোস্টটিতে দাবি করা হয়। 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম দৈনিক ভাস্কর-এর ওয়েবসাইটে একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনের সন্ধান পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিও সংযুক্ত রয়েছে।

Screenshot : Bhaskar

প্রতিবেদনটি থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে প্রতাপগড় জেলার আসপুর দেবসারা থানার অন্তর্গত বিজলা গ্রামে, হীরা যাদব ও তার প্রতিবেশী বীরেন্দ্র যাদবের মধ্যে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরে। সংঘাতের সময় বীরেন্দ্র যাদবের পক্ষের লোকজন কোদাল দিয়ে হীরা যাদবের ওপর আঘাত করে। যার ফলে তার মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। 

এছাড়া, উক্ত ভিডিওর ঘটনার বিষয়ে পরবর্তীতে অনুসন্ধানে একাধিক ভারতীয় অন্যান্য গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। এমন কিছু প্রতিবেদন দেখুন Hindustan, IBC24 Jankarwan

সুতরাং, ভারতে জমি নিয়ে বিরোধের জেরে হওয়া সংঘাতের ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক সংঘাতের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img