সম্প্রতি, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি এবং ভারতীয়দের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু হচ্ছে দাবিতে একটি তথ্য দেশিয় মূলধারার গণমাধ্যমগুলোতে প্রচার করা হয়েছে। গণমাধ্যমে প্রচারিত এসব প্রতিবেদনে আরও দাবি করা হয়, এই ভিসা হবে মনোনয়ন-ভিত্তিক। যার ফলে ভিসা পেতে ব্যবসা বা সম্পত্তিতে আর বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না।

উক্ত দাবিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এনটিভি, কালের কণ্ঠ, আরটিভি, আজকের পত্রিকা, দৈনিক যুগান্তর, কালবেলা, ঢাকা পোস্ট, বার্তা বাজার, সময় টিভি, ঢাকা ট্রিবিউন, অর্থ সংবাদ এবং কালবেলা।
এছাড়াও একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশি এবং ভারতীয়দের জন্য সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা চালু হয়নি। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইমিরেটস নিউজ এজেন্সি আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক এবং বন্দর নিরাপত্তা বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষের (আইসিপি) বরাতে উক্ত দাবিটি মিথ্যা বলে জানিয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করে রিউমর স্ক্যানার। প্রতিবেদনগুলোতে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে দাবি করা হয়, রায়াদ গ্রুপ নামের একটি পরামর্শক প্রতিষ্ঠানকে মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসার প্রথম ধাপের পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী রায়াদ কামাল আইয়ুব নামে এক ব্যক্তির বক্তব্যও প্রতিবেদনগুলোতে তুলে ধরা হয়।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে Rayad Group নামক ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়। পোর্টফোলিও থেকে জানা যায় প্রতিষ্ঠানটি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে থাকে। তবে এর সাথে সংযুক্ত আরব আমিরাতের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
পরবর্তীতে দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা Emirates News Agency-এর ওয়েবসাইটে গত ৮ জুলাই প্রকাশিত গোল্ডেন ভিসা সম্পর্কিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) একটি বিবৃতিতে নিশ্চিত করেছে, কিছু দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম ও ওয়েবসাইটে সংযুক্ত আরব আমিরাত নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য আজীবন গোল্ডেন ভিসা দেওয়ার বিষয়ে যে গুজব ছড়ানো হয়েছে, তা সঠিক নয়। গোল্ডেন ভিসার বিভিন্ন শ্রেণি, শর্তাবলী ও বিধিবিধান সংযুক্ত আরব আমিরাতের সরকারিভাবে প্রণীত আইন, বিধান ও মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত।
আইসিপি আরও জানিয়েছে, গোল্ডেন ভিসার সব আবেদন শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের সরকারী চ্যানেলের মাধ্যমেই প্রক্রিয়াকরণ হয়, এবং কোনো অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক পরামর্শ প্রদানকারী প্রতিষ্ঠানকে এই প্রক্রিয়ার জন্য অনুমোদিত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি।
এছাড়াও মার্কিন গণমাধ্যম CNBC এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন টিকিট সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্যে রায়াদ গ্রুপ প্রকাশ্যে ক্ষমা চেয়েছে।
সুতরাং, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু হয়েছে দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Rayad Group Website
- Emirates News Agency Website: UAE denies rumours about lifetime Golden Visa for certain nationalities
- CNBC Website: UAE Golden Visa: Dubai-based firm apologises for misleading claims; authorities issue stern warning
- Rumor Scanner’s Analysis