গত ০৩ জুলাই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগাল ও লিভারপুলের তারকা ফুটবলার ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। এরপর গত ০৫ জুলাই জোটা ও তার ভাই আন্দ্রের শেষকৃত্য পর্তুগালের গন্ডোমারে সম্পন্ন হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি চারটি ছবির একটি কোলাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, “দিয়াগো জোটা কে ফুল দিয়ে শেষ বারের মতো বিদায় জানাচ্ছেন তার সবচেয়ে কাছের মানুষ ক্রিশ্চিয়ানো রোনালদো”।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডিয়েগো জোটার শেষকৃত্য বা সমাধিক্ষেত্রে রোনালদোর ফুল দেওয়ার এই ছবিগুলো আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি ছবি আলোচিত আসল দাবিতে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, ডিয়োগো জোটার শেষকৃত্যে রোনালদো উপস্থিত ছিলেন না।
ছবিটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধানে উক্ত ছবিটির সম্ভাব্য মূল ছবিটি ‘Yalico Manuel’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ০৫ জুলাইয়ে প্রচার হতে দেখা যায়। উল্লেখ্য যে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতেও ‘Yalico Manuel’ নামক জলছাপ পাওয়া যায়।

এছাড়াও, প্রচারিত ছবিতে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘মেটা এআই’ এর জলছাপও পাওয়া যায় যা প্রমাণ করে আলোচিত ছবিটি মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘মেটা এআই’ দিয়ে তৈরি করা হয়েছে।

তাছাড়া, অনুসন্ধানে জানা যায় ডিয়োগো জোটার শেষকৃত্য অনুষ্ঠানে পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো অনুপস্থিত ছিলেন। তাই, ডিয়োগো জোটার শেষকৃত্য অনুষ্ঠানের দিনে তার সমাধিতে রোনালদোর উপস্থিত থাকার দাবিটি যৌক্তিক নয়।
আলোচিত দাবিতে প্রচারিত কোলাজ ছবির চারটি ছবির বিষয়ে আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম “Cantilux” এ ছবিগুলো পরীক্ষা করলে দেখা যায়, ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৭৪-৯২ শতাংশ।
সুতরাং, এআই দিয়ে তৈরি চারটি ছবির একটি কোলাজ ছবিকে ডিয়েগো জোটার শেষকৃত্য বা সমাধিক্ষেত্রে রোনালদোর ফুল দেওয়ার আসল ছবি দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Yalico Manuel – Facebook Post
- New York Post – Why Cristiano Ronaldo did not attend Diogo Jota’s funeral
- Rumor Scanner’s analysis