সম্প্রতি, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনকারী নাফসিন মেহনাজের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই ছবি দুটির একটিতে সৈয়দ আহমেদ মারুফ পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরে আছেন। তার পাশে নাফসিন মেহনাজ একটি টপ এবং নীল ডেনিম শর্টস পরে আছেন।
অন্য ছবিতে, সৈয়দ আহমেদ মারুফের পরনে পাঞ্জাবি থাকলেও, তার পায়জামার বদলে লাল রঙের একটি হাফ প্যান্ট দেখা যাচ্ছে। নাফসিন মেহনাজের পোশাক প্রায় একই দেখা যাচ্ছে – টপ, ডেনিম শর্টস এবং সাদা স্নিকার্স।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে জুলাই আন্দোলনকারী নাফসিন মেহনাজের এই ছবি দুটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে সৈয়দ আহমেদ মারুফের সাথে নাফসিন মেহনাজের ভিন্ন একটি ছবি সম্পাদনা করে এই ছবি দুটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে নাফসিন মেহনাজের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে গত ২ এপ্রিল প্রকাশিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। এই পোস্টে প্রচারিত ছবি ও ভিডিওর মধ্যে আলোচিত দাবিতে প্রচারিত ছবি দুটির সাথে অনেকটাই সাদৃশ্য আছে এমন একটি ছবি খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, ঈদের দ্বিতীয় দিনে, ঢাকার পাকিস্তান হাউসে পাকিস্তান হাই কমিশনার জনাব সৈয়দ মারুফের আমন্ত্রণে নাফসিন মেহনাজ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। উক্ত অনুষ্ঠানে তৎকালীন হাই কমিশনার নিজে, হাই কমিশনের প্রথম সচিব, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি এবং পাকিস্তানি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তবে, সেই ছবিতে নাফসিন মেহনাজের পরনে টপ, ডেনিম শর্টস এবং পায়ে সাদা স্নিকার্স ছিল না, এমনকি চুলের ধরন এবং দাঁড়ানোর ভঙ্গির মধ্যেও পার্থক্য রয়েছে। তার পাশে সৈয়দ আহমেদ মারুফকে পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরা অবস্থায় দেখা গেলেও লাল হাফ প্যান্টে দেখা যায়নি।

তাছাড়া, নাফসিন মেহনাজের ফেসবুক পোস্টটিতে প্রচারিত ছবি ও ভিডিওতে তাকে টপ, ডেনিম শর্টস এবং পায়ে সাদা স্নিকার্স পড়তে দেখা যায়নি।
বর্তমানে বিভিন্ন এআই টুলের মাধ্যমে ছবির প্রেক্ষাপট অপরিবর্তিত রেখে পোশাক বা নির্দিষ্ট উপাদান সহজেই পরিবর্তন করা সম্ভব। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ভাইরাল ছবি দুটিও এমন প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত হয়েছে বলে প্রতীয়মান হয়।
সুতরাং, পাকিস্তানের সাবেক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সাথে জুলাই আন্দোলনকারী নাফসিন মেহনাজের আলোচিত এই ছবি দুটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Nafsin Mehanaz Azireen : Facebook Post
- Prothom Alo: সৈয়দ মারুফকে প্রত্যাহার, ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার
- Rumor Scanner’s analysis.