সম্প্রতি “রংপুরে এক এনসিপির নেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের কোনো ঘটনার নয় এবং ঘটনাটি রংপুরেরও নয়। বরং, এটি গত ২৫ জুনে বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মণ্ডলধরণ গ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতারের ঘটনার ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে ভিডিওটিতে থাকা ‘NCN’ নামক লোগোর সূত্র ধরে NCN- North Capital News নামক ফেসবুক পেজে গত ২৫ জুনে “বগুড়া রাজাপুরের মন্ডলধরন এলাকায় রাতভর সেনাবাহিনীর অ’ভিযানে বিপুল পরিমান দেশীয় অ’স্ত্র উ’দ্ধার; আ*টক ৩” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সঙ্গে আলোচিত দাবিতে থাকা দৃশ্যাবলীর মিল রয়েছে।

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় মুলধারার অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজের ওয়েবসাইটে গত ২৫ জুনে “বগুড়ায় রাতভর সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ২” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ জুন দিবাগত রাতে বগুড়ার রাজাপুর ইউনিয়নের মণ্ডলধরন এলাকায় রাতভর অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ২৬টি দেশীয় অস্ত্র ও ১৬টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধারসহ কিশোর গ্যাংয়ের দুইজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
পাশাপাশি, আলোচ্য বিষয়ে অনুসন্ধানে একই তারিখে অর্থাৎ গত ২৫ জুন সময় টিভির ওয়েবসাইটে প্রকাশিত আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে একই তথ্যের উল্লেখ পাওয়া যায় এবং গ্রেফতার হওয়া দুই কিশোর গ্যাং সদস্য শাওন ও আসিফ সদর উপজেলার পাঁচবাড়িয়া ও তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা বলেও জানা যায়।
উল্লিখিত প্রতিবেদনগুলোর কোথাও আটককৃত কিশোরদের পরিচয় এনসিপি নেতা বলে উল্লেখ করা হয়নি। তাদেরকে কিশোর গ্যাং বলে সম্বোধন করা হয়েছে।
অর্থাৎ, বাংলাদেশ সেনাবাহিনীর উক্ত অভিযানের এই ভিডিওটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতা বা কর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নয়।
সুতরাং, বগুড়ার রাজাপুর ইউনিয়নের মণ্ডলধরন এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতারের ঘটনার ভিডিওকে রংপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।