‘বিএনপির গুণ, নয় মাসে দেড়শ খুন” সাধারণ জনগণ বলছেন দাবিতে এআই ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তির সাক্ষাৎকারের একটি ভিডিও প্রচার করে ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, “বাংলাদেশের জনগণের বক্তব্য শুনুন বাস্তব ও সত্য কথা।”

ভিডিওটিতে একজন ব্যক্তির “চাচা, বিএনপির গুণ কী কী” প্রশ্নের জবাবে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, “বিএনপির অনেক গুণ, নয় মাসে দেড়শ খুন৷ চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে।”

উল্লেখ্য যে, উক্ত ব্যক্তির উত্তরটি ক্যাপশনে সংযুক্ত করেও উক্ত ভিডিওটি সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নামে পরিচালিত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টসহ নানা ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে। ভিডিওটি আসল নাকি নকল এরূপ কোনো সতর্কতা না থাকায় অনেকেই এটি আসল সাক্ষাৎকার ধরে নানা মন্তব্য করেছেন।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে 

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাধারণ জনগণের ‘বিএনপির অনেক গুণ, নয় মাসে দেড়শ খুন৷ চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে।’ বলার কোনো আসল দৃশ্যের নয় বরং, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। অনুসন্ধানে উক্ত ভিডিওটির সম্ভাব্য মূল ভিডিওটি “Ai Manob” নামক একটি টিকটক অ্যাকাউন্টে গত ০১ জুলাইয়ে প্রচার হতে দেখা যায়। উল্লেখ্য যে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতেও ‘AI Manob’ এর জলছাপ পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

উক্ত টিকটক অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করলে এআই দিয়ে তৈরি একাধিক ভিডিও নানাসময়ে প্রচার হতে দেখা যায়। পাশাপাশি প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও খানিকটা অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়।

Collage: Rumor Scanner/Cantilux,Hive Moderation

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম “Cantilux” এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশ। এছাড়াও, এআই কনটেন্ট শনাক্তকারী আরেক প্ল্যাটফর্ম “হাইভ মডারেশন” এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৭ শতাংশ।

উল্লেখ্য, গত মে মাসে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, পাঁচই অগাস্ট পরবর্তী সময়ে বিএনপির অন্তর্কোন্দলে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট থেকে চলতি বছরের ৭ জুন পর্যন্ত ১০ মাসে বিএনপি নেতাকর্মীদের হাতে ১২৩ জন খুন হয়েছেন—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা। তবে উক্ত দাবির প্রেক্ষিতে করা একটি প্রতিবেদন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করে অভিযোগটির সঙ্গে ভিন্নমত পোষণ করা হয়।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে সাধারণ জনগণের ‘বিএনপির অনেক গুণ, নয় মাসে দেড়শ খুন৷ চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে।’ বলার আসল দৃশ্য দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • Ai Manob – TikTok Post 
  • Cantilux
  • Hive Moderation
  • Rumor Scanners’ analysis

আরও পড়ুন

spot_img