জুলাই অভ্যুত্থানকে হেয় করে শিক্ষার্থীদের গ্রাফিতি অঙ্কনের ভিডিও দাবিতে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন পেজ এবং আইডি থেকে জুলাই অভ্যুত্থানকে হেয় করে ভিন্ন পোস্ট করতে দেখা যায়। যার মধ্যে julycdi শীর্ষক একটি ক্যাম্পেইন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর প্রেক্ষিতে সম্প্রতি শিক্ষার্থীরা দেয়ালে JULY CDi শীর্ষক একটি গ্রাফিতি অঙ্কন করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইন্সটাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিক্ষার্থীরা ‘JULY CDi’ শীর্ষক গ্রাফিতি অঙ্কন করেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এবিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যালোচনার মাধ্যমে ভিডিওটিতে বেশ কিছু এআই-জনিত অসঙ্গতি লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওতে দেখতে পাওয়া শিক্ষার্থীদের কয়েকজনের হাতে ৬ টি আঙুল পরিলক্ষিত হয়  দেখতে পাওয়া যায়।

পাশাপশি ভিডিওটির নিচের ডান কোণে ‘Veo’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Veo’ গুগলের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৮ সেকেন্ড।

বিষয়টি আরও নিশ্চিতের জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮০.৯ শতাংশ।

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে শিক্ষার্থীদের জুলাই আন্দোলনকে হেয় করে দেয়ালে গ্রাফিতি অঙ্কনের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Hive Moderation
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img