জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণের দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার

২০২৪ সালে জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া আন্দোলন জুলাই মাসে সারাদেশে ব্যাপক বিস্তৃতি লাভ করে।  পরবর্তীতে তা গণ–অভ্যুত্থানে রূপ নেয়। অবসান ঘটে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের। উক্ত আন্দোলনে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশ গ্রহণ করে। সম্প্রতি জুলাই  অভ্যুত্থামনের বর্ষপূর্তি উপলক্ষে  জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে দৃশ্য শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি উক্ত দাবিতে ফেসবুক সবচেয়ে ভাইরাল ভিডিওটি ২০ লক্ষবার দেখা হয়েছে। প্রায় ৭ হাজারের ও অধিক পৃথক অ্যাকাউন্ট বা পেজ থেকে ভিডিওতে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটি শেয়ার করা হয়েছে প্রায় ৩ হাজারবার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত  ভিডিওটি ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণের দৃশ্যের নয় বরং, এটি ২০১১ সালে নারী উন্নয়ন নীতিমালার কয়েকটি ধারার বিরুদ্ধে ইসলামি আইন বাস্তবায়ন পরিষদের ডাকা হরতালের ঘটনার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওর কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে “Javed Alam” নামক চ্যানেলে ২০২১ সালের ৪ এপ্রিল “Hartal 04th April 2011” শীর্ষক শিরোনামে প্রকাশিত চ্যানেল আইয়ের লোগো সম্বলিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ২৬ সেকেন্ড অংশ থেকে ৪২ সেকেন্ড অংশের সাথে হুবহু মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০১১ সাথে নারী উন্নয়ন নীতিমালার বিপক্ষে ইসলামি আইন বাস্তবায়ন পরিষদ সারাদেশে হরতাল ডাকে। এসময় কাফনের কাপড় পরে থাকা পিকেটারদের সাথে পুলিশের ব্যপক সংঘর্ষ হয়। 

সেসময় একই তথ্যসংবলিত ভিডিওটি (,) একাধিক ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বিবিসি নিউজের ওয়েবসাইটে ২০১১ সালের ৪ এপ্রিল “হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুর” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালে তৎকালীন সরকারের ঘোষিত নারী উন্নয়ন নীতিমালায় ইসলামবিরোধী কয়েকটি ধারা রয়েছে এই অভিযোগ এনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি নামে একটি সংগঠন ৪ এপ্রিল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করে।

এছাড়া একই বিষয়ে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এর ওয়েবসাইটে ২০১১ সালের ৪ এপ্রিল “শেষ হলো ইসলামি আইন বাস্তবায়ন পরিষদের হরতাল” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনে বলা হয়, ৪ এপ্রিল (২০১১) হরতাল সমর্থকদের সঙ্গে চার ঘন্টা ধরে পুলিশের সংঘর্ষ হয় ঢাকার অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং পুলিশ রাজধানী থেকে শতাধিক হরতাল সমর্থককে আটক করে৷ এদিন হরতাল সমর্থকরা লাঠি সোটায় সজ্জিত ছিল, কেউ কেউ কাফনের কাপড় পরে মাঠে নামে৷

সুতরাং, ২০১১ সালে ইসলামি আইন বাস্তবায়ন পরিষদের ডাকা হরতালের ঘটনাকে ২০২৪ সালের  জুলাই মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img