সম্প্রতি “বাংলাদেশে আর কত সংখ্যা ধর্ষণ হলে জামাত বিএনপি শান্ত হবে?? এই মেয়ে কে ধর্ষণ করার পর হত্যা করে ঝোপ জঙ্গেলের জলে পেলে চলে গেছে। এই ভাবে আর কত নারী ধর্ষণে পর হত্যা হবে??…” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ধর্ষণের পর হত্যা করে নারীকে জঙ্গলে ফেলে রেখে যাওয়ার দৃশ্যের দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য কোনো ঘটনার নয় বরং, স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘kallo_tejyain’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২০২৫ সালের ১০ জুন “Kallo Nali mein Nadi video” শীর্ষক শিরোনামে প্রকাশিত রিল ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে৷

উক্ত ভিডিও প্রচারকারী পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি কনটেন্ট ক্রিয়েশন এ্যাকাউন্ট। তারা বিভিন্ন ধরণের বিনোদনমূলক ভিডিও (১,২,৩) বানিয়ে থাকেন। আলোচিত ভিডিওটিও রিল ভিডিওর জন্য ধারণকৃত অভিনয়ের অংশ।
সুতরাং, ধর্ষণের পর হত্যা করে নারীকে জঙ্গলে ফেলে রেখে যাওয়ার বাস্তব ঘটনা দাবিতে একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- kallo_tejyain – Instagram Account