বান্দরবানের আলীকদমের পাহাড়ি সড়কের ছবি দাবিতে ভারতের ছবি প্রচার

সম্প্রতি, পার্বত্য চট্টগ্রামের জেলা বান্দরবানের আলীকদম উপজেলার একটি পাহাড়ি সড়কের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়,  প্রচারিত পাহাড়ি সড়কের ছবিটি বান্দরবানের আলীকদমের কোনো সড়কের নয়। প্রকৃতপক্ষে, ভারতের পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিংয়ের কার্শিয়াং শহরের রোহিনী রোডের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Prithvi Travel -Siliguri নামের একটি ভারতীয় ট্র্যাভেল এজেন্সির ফেসবুক পেজে ২০২৪ সালের ৭ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

পোস্টটি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য ভারতের পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিংয়ের কার্শিয়াং শহর  নিয়ে। পোস্টটিতে ‍উক্ত শহরের বেশ কয়েকটি ছবিও প্রচার করা হয়েছে। যেখানে কার্শিয়াংয়ের অন্যান্য ছবির পাশাপাশি আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও দেখতে পাওয়া যায়। 

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে TravelGangtok নামের আরেকটি ট্র্যাভেল এজেন্সির ফেসবুকে পেজে প্রচারিত একই ছবিটি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবিটির শিরোনাম থেকে জানা যায়, ছবির সড়কটির নাম রোহিনী রোড। এটি ভারতের দার্জিলিংয়ের কার্শিয়াং শহরে অবস্থিত। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ড্রোন দিয়ে ধারণ করা রোহিনী রোডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। যার সাথে আলোচিত ছবির সড়কের হুবহু মিল পাওয়া যায়। এছাড়াও একাধিক প্ল্যাটফর্মে উক্ত সড়কের ভিন্ন ভিন্ন পজিশন থেকে ধারণ করা কয়েকটি ছবি দেখতে পাওয়া যায়। যেখানে সড়কটিকে রোহিনী রোড বলেই উল্লেখ করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিংয়ের কার্শিয়াং শহরের রোহিনী রোডের ছবিকে বাংলাদেশের বান্দরবানের আলীকদমের পাহাড়ি সড়কের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Prithvi Travel -Siliguri Facebook Page Post
  • TravelGangtok Facebook Page Post
  • Sikkim Diaries Facebook Page Post
  • Rumor Scanner’s Analysis

আরও পড়ুন

spot_img