মেক্সিকোর ক্যাসিনোতে অগ্নিকাণ্ডের ভিডিওকে ইসরায়েলে দাবানলের দৃশ্য দাবিতে প্রচার

সম্প্রতি, “ইসরায়েলের দাবানল এখনও জ্বলছে জেরুজালেমের পশ্চিমাঞ্চলের পাহাড় জুড়ে ১২,০০০ ডুনামেরও বেশি জমি ধ্বংস করা হয়েছে এবং ১,০০০ ইহুদিবাদী বসতি স্থাপনকারীকে উচ্ছেদ করতে বাধ্য করা হয়েছে। আলহামদুলিল্লাহ ইহুদি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে আগুন লাগার ঘটনা অব্যাহত রয়েছে। আল্লাহ যেন আরও বৃদ্ধি করেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আমিন” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ইসরায়েলের দাবানলের দৃশ্য নয়। বরং, চলতি বছরের জানুয়ারি মাসে মেক্সিকোর ডাউনটাউন কুলিয়াকানে একটি ক্যাসিনো পার্কে অগ্নিকাণ্ডের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এই বিষয়ে অনুসন্ধানে ‘Breaking911’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়। 

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি মেক্সিকোর ডাউনটাউন কুলিয়াকানে একটি ক্যাসিনো পার্কে অগ্নিকাণ্ডের সময়ে ধারণকৃত ভিডিও। 

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মেক্সিকান সংবাদমাধ্যম ‘El Heraldo de México’ এর ওয়েবসাইটে চলতি বছরের ১৬ জানুয়ারি ‘Revelan causa del incendio de Casino en Culiacán’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৬ জানুয়ারি বিকেলে কুলিয়াকানের প্লাজা সিনেপোলিসে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে ক্যাসিনো রয়েল পার্ক এবং ট্রাম্পোলিন পার্কের কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়। রাজ্য কংগ্রেস থেকে কয়েক ব্লক দূরে পেড্রো ইনফ্যান্টে বুলেভার্ডে এই অগ্নিকাণ্ড ঘটেছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এছাড়া, ‘El Heraldo de México’ এর ইউটিউব চ্যানেলে ১৭ জানুয়ারি একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণকৃত ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওর বিস্তারিত বিবরণীতে বলা হচ্ছে, কুলিয়াকানে রয়্যাল ইয়াক ক্যাসিনোতে আগুন লেগে এভাবেই তিনজন আহত হন। 

এই বিষয়ে আরও নিশ্চিত হতে সার্চ করে গুগল ম্যাপেও ক্যাসিনোটি দৃশ্যমান পাওয়া যায়।  

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ইসরায়েলের দাবানলের কোনো দৃশ্য নয়। 

সুতরাং, মেক্সিকোর ডাউনটাউন কুলিয়াকানে একটি ক্যাসিনো পার্কে অগ্নিকাণ্ডের দৃশ্যকে ইসরায়েলের অগ্নিকাণ্ডের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img