‘নির্বাচনের আগে সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে’ শীর্ষক মন্তব্য করেননি জামায়াতের আমীর, সম্পাদিত ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘নির্বাচনের আগে সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে পড়বে, সময় থাকতে ফিরে আসুন’ শীর্ষক মন্তব্যটি জামায়াতে ইসলামী দলের আমির ডা. শফিকুর রহমানের দাবিতে সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ টুয়েন্টিফোরের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘নির্বাচনের আগে সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে পড়বে, সময় থাকতে ফিরে আসুন: জামায়াতে আমির’ জামায়াতে ইসলামী দলের আমীর ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে নিউজ টুয়েন্টিফোর কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শফিকুর রহমানও এমন কোনো মন্তব্য করেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিউজ টুয়েন্টিফোরের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে নিউজ টুয়েন্টিফোরের লোগো রয়েছে এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ২৪ মে ২০২৫ উল্লেখ রয়েছে। 

উক্ত তথ্যের সূত্র ধরে নিউজ টুয়েন্টিফোরের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, নিউজ টুয়েন্টিফোরের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

তবে, গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ২৪ মে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Photocard Comparison By Rumor Scanner 

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে নিউজ টুয়েন্টিফোরের লোগো এবং ডা. শরিফুর রহমানের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। 

মূলত, এই ফটোকার্ডটির ‘আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব: জামায়াত আমির’ শিরোনামটির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘নির্বাচনের আগে সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে পড়বে, সময় থাকতে ফিরে আসুন: জামায়াতে আমির’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

তাছাড়া, নিউজ টুয়েন্টিফোরের ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, নিউজ টুয়েন্টিফোরের এই ফটোকার্ডটি নকল করে আলোচিত দাবি সম্বলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।  

মূল ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া বিস্তারিত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৪ মে) রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানে বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি সবসময় দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত। আমরা জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে দলীয় পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকি। দেশের সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে দলীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  আমরা বিশ্বাস করি সকলের সন্তোষজনক আলোচনার মাধ্যমে জাতির আতঙ্ক ও আশঙ্কা দূর হবে এবং এ সংকটের উত্তরণ ঘটবে ইনশাআল্লাহ।’

নিউজ টুয়েন্টিফোরের ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

এছাড়া, ডা. শফিকুর রহমানের ফেসবুক অ্যাকাউন্টেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ‘নির্বাচনের আগে সংস্কার না হলে বিএনপি গভীর সংকটে পড়বে, সময় থাকতে ফিরে আসুন: জামায়াতে আমির’ শীর্ষক শিরোনামে নিউজ টুয়েন্টিফোরের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img