সম্প্রতি, সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে একত্রে অতিথি করে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন একটি টকশো করেছেন দাবিতে একটি ভিডিও অনলাইনে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওটির শিরোনামে দাবি করা হয়, মাশরাফি বলেছেন যে তার বাড়ি ভাঙার প্রতিশোধ হবে ভয়ংকর।
উল্লেখ্য যে, উক্ত ভিডিওটিতে গত জুলাই আন্দোলনে মাশরাফির অবস্থানসহ একাধিক বিষয়ে মাশরাফিকে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটিতে আন্দালিব রহমান পার্থকে কোনো আলোচনা করতে দেখা যায়নি।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উপরোল্লিখিত ভিডিওটি প্রায় ৫ লক্ষ বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাশরাফি বিন মোর্ত্তজা ও আন্দালিব রহমান পার্থকে একত্রে অতিথি করে খালেদ মুহিউদ্দিনের টকশো করার দাবিটি সঠিক নয় এবং মাশরাফি তার বাড়ি ভাঙার প্রতিশোধ হবে ভয়ংকর শীর্ষক মন্তব্যও করেননি। প্রকৃতপক্ষে, ভিন্ন ভিন্ন একাধিক টকশোর ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার টকশোর কথোপকথনের মধ্যে বেশ কিছু জায়গায় অসঙ্গতি লক্ষ্য করে। যা থেকে স্পষ্টত বোঝা যায়, ভিডিওটি একাধিক টকশোর ফুটেজ যুক্ত করে তৈরি করা হয়েছে।
ভিডিও যাচাই ১:
আলোচিত ভিডিওতে থাকা আন্দালিব রহমান পার্থের অংশটির বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশো ঠিকানায় খালেদ মুহিউদ্দীন এর ইউটিউব চ্যানেলে গত ৯ জানুয়ারিতে প্রচারিত আন্দালিব রহমান পার্থের সাথে অনুষ্ঠিত টকশোর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওতে থাকা আন্দালিব রহমান পার্থের সাথে প্রচারিত উক্ত টকশোর ভিডিওর বেশকিছু জায়গার মিল রয়েছে। এছাড়াও তাদের পোশাকও উভয় ভিডিওতে একই। তবে, ভিডিও দুইটি একে অপরের মিররড সংস্করণ। উল্লেখ্য যে, প্রচারিত উক্ত ভিডিওটিতে আন্দালিব রহমানকে কোনো আলোচনা করতে দেখা যায়নি। শুরুর দিকে আন্দালিব রহমান সালাম দিলেও তার কথার সাথে মুখভঙির অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়৷ যা থেকে বুঝা যায় যে, ভিডিওটিতে অডিও আলাদাভাবে সংযুক্ত করা হয়েছে।
ভিডিও যাচাই ২:
আলোচিত ভিডিওতে থাকা খালেদ মুহিউদ্দিনের করা প্রশ্ন “এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল” এর সূত্র ধরে অনুসন্ধান করলে সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশো ঠিকানায় খালেদ মুহিউদ্দীন এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বরে প্রচারিত সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির সাথে অনুষ্ঠিত টকশোর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটিতে খালেদ মুহিউদ্দীনকে আলোচিত প্রশ্নটি নাহিদ ইসলামের উদ্দেশ্যে করতে দেখা যায়। তবে, উক্ত ভিডিওটির অডিও এর সাথেও খালেদ মুহিউদ্দীনের ভিডিও ফুটেজ ও মুখভঙির অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায় যা থেকে বুঝা যায় যে খালেদ মুহিউদ্দীনের উক্ত ফুটেজটিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করা হয়েছে।
ভিডিও যাচাই ৩:
আলোচিত ভিডিওটিতে থাকা মাশরাফি বিন মোর্ত্তজার ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘Not out Noman’ নামের একটি ইউটিউব চ্যানেলে ‘মুখোমুখি মাশরাফি বিন মর্তুজা – নট আউট নোমান এক্সক্লুসিভ’ শীর্ষক শিরোনামে গত ১৪ আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে মাশরাফির বলা কথার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে মাশরাফির বলা কথা, পোশাকসহ আনুষঙ্গিক বিষয়ের সাদৃশ্য পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে মাশরাফির বলা কথাগুলো মূলত উক্ত ভিডিওটি থেকেই নেওয়া হয়েছে৷

তবে উক্ত ভিডিওটিতে কোথাও মাশরাফিকে বলতে শোনা যায়নি যে তার বাড়ি ভাঙার প্রতিশোধ হবে ভয়ংকর। বরং মাশরাফিকে বলতে শোনা যায়, খুলনা-যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই ভেঙেছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। এছাড়াও তিনি বলেন, কষ্ট আছে অবশ্যই, তবে রাগ-ক্ষোভ নেই কারও প্রতি। উল্লেখ্য যে, গত ০৫ আগস্ট মাশরাফির বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় এক দল লোক।
সুতরাং, মাশরাফি বিন মোর্ত্তজা ও আন্দালিব রহমান পার্থকে নিয়ে খালেদ মুহিউদ্দিনের লাইভ টকশো করার দাবিতে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি সম্পাদিত এবং ‘মাশরাফি বলেছেন তার বাড়ি ভাঙার প্রতিশোধ হবে ভয়ংকর’ শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- ঠিকানায় খালেদ মুহিউদ্দীন – ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’
- ঠিকানায় খালেদ মুহিউদ্দীন – কারা সমন্বয়ক? কারা মাস্টারমাইন্ড?
- Not out Noman – মুখোমুখি মাশরাফি বিন মর্তুজা – নট আউট নোমান এক্সক্লুসিভ