সম্প্রতি ‘অধ্যাপক ইউনূস বলেছেন, কুত্তার পেটে ঘি হজম হয় না: নাহিদ ইসলাম’ শীর্ষক শিরোনামে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির নিউজের বাংলা সংস্করণের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘অধ্যাপক ইউনূস বলেছেন, কুত্তার পেটে ঘি হজম হয় না: নাহিদ ইসলাম’ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্ধৃত করে বিবিসি নিউজ বাংলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং নাহিদ ইসলামও এমন কোনো মন্তব্য করেননি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিবিসি নিউজ বাংলার ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বিবিসি নিউজ বাংলার লোগো রয়েছে।
উক্ত তথ্যের সূত্র ধরে বিবিসি নিউজ বাংলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বিবিসি নিউজ বাংলার ফেসবুক পেজে গত ২২ মে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে বিবিসি নিউজ বাংলার লোগো এবং ড. ইউনূস ও নাহিদ হোসেনের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, এই ফটোকার্ডটির ‘অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম’ শিরোনামটির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘অধ্যাপক ইউনূস বলেছেন, কুত্তার পেটে ঘি হজম হয় না: নাহিদ ইসলাম’ শিরোনাম প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। তাছাড়া, বিবিসি নিউজ বাংলার প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।
বিবিসি নিউজ বাংলা ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
এছাড়া, নাহিদ ইসলামের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস ও নাহিদ ইসলামের ছবি যুক্ত করে ‘অধ্যাপক ইউনূস বলেছেন, কুত্তার পেটে ঘি হজম হয় না: নাহিদ ইসলাম’ শীর্ষক শিরোনামে বিবিসি নিউজ বাংলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- BBC News বাংলা – Facebook Page
- BBC News বাংলা – Website
- BBC News বাংলা – YouTube Channel
- BBC News বাংলা – Facebook Post
- Nahid Islam – Facebook Page