জাতির উদ্দেশে ড. ইউনূসের ভাষণের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় 

গত ২২ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে পদত্যাগের বিষয়ে কথা বলেন। এরই প্রেক্ষিতে ‘বতর্মানে কয়দিনে দেশের যেই পরিস্থিতি চলতেছে সেই বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষন দিচ্ছে প্রধান উপদেষ্টা ড. ইউনুস।’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে জাতির উদ্দেশ্যে ড. ইউনূসের ভাষণের দৃশ্যের নয়, বরং গত মার্চে স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ২৫ মার্চ ‘জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ | Chief Adviser | Dr Muhammad Yunus | Somoy TV’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ২৯ মিনিট ২১ সেকেন্ড অংশ থেকে ৩৩ মিনিট ৩৬ সেকেন্ড অংশের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

পরবর্তীতে, একই ঘটনায় মূলধারার গণমাধ্যম যুগান্তরে গত ২৫ মার্চ ‘আবারও বলছি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি।’

সেসময় দেশের গণমাধ্যমগুলো এ বিষয়ে সংবাদ (, , ) প্রকাশ করে। 

সুতরাং, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

Samakal – জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

spot_img