আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষিতে মাশরাফির লাইভ দাবিতে পুরোনো ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গত ১২ মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে সম্প্রতি অনলাইনে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রেক্ষিতে লাইভে এসে মাশরাফির বক্তব্যের। উক্ত ভিডিওতে মাশরাফিকে বলতে শোনা যায়, “আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তো তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন হুইচ ইজ আপ টু ইউ।” এছাড়াও, দাবি করা হয় যে মাশরাফি বলেছেন, গোটা সংগঠন নয়, অপরাধীর বিচার হওয়া উচিত। পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বোকামী। বৃহৎ একটি রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা অযৌক্তিক ও অগণতান্ত্রিক।

উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফির বক্তব্যের প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রেক্ষিতে নয় বরং, প্রায় দুই বছর পূর্বে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের উদ্দেশ্যে বলা বক্তব্যের দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে প্রচারিত মাশরাফির ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মাশরাফির ভেরিফাইড ফেসবুক পেজে ২০২৩ সালের ১ অক্টোবরে ‘C’mon tigers. Show the world how good you are. To be continued at 6pm’ শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়।

Comparison : Rumor Scanner

পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার সংবাদমাধ্যম ‘ইত্তেফাক’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১ অক্টোবরে ‘আমাকে গালি দিলেও সাকিবদের সঙ্গে থাকবো: মাশরাফি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত মাশরাফির ভিডিওটির বিষয়ে উল্লেখ করা হয় এবং প্রতিবেদনটি থেকে জানা যায় উক্ত ভিডিওটি মূলত ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে উপলক্ষে মাশরাফি পোস্ট করেছিলেন।

এছাড়াও, আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবির বিষয়ে অনুসন্ধান করলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে মাশরাফিকে সম্প্রতি এরূপ কোনো প্রকাশ্য মন্তব্য করতে দেখা যায়নি।

সুতরাং, আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রেক্ষিতে মাশরাফির বক্তব্য দাবিতে প্রায় ২ বছর পূর্বে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের উদ্দেশ্যে বলা বক্তব্যের ভিডিও প্রচার করা হয়েছে এবং প্রচারিত দাবিগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img