গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তাকে কোনো গণমাধ্যম কিংবা জনসম্মুখে আসতে দেখা যায়নি। তবে সম্প্রতি, তিনি প্রকাশ্যে এসেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে শেখ হাসিনাকে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ করতে দেখা যাচ্ছে। যিনি ২০২০ সালের ৩১ আগস্ট মারা গিয়েছেন।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সাক্ষাতের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৩ এপ্রিল Mrs. Sheikh Hasina, Prime Minister of Bangladesh called on President Mukherjee শীর্ষক শিরোনামে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণী ও ভিডিওটি থেকে জানা যায়, এটি ২০১৭ সালের ৯ এপ্রিল ভারতের রাষ্ট্রপতি ভবনে ধারণ করা হয়েছে। সেদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে সেখানে যান।
অর্থাৎ, শেখ হাসিনার প্রকাশ্যে আসার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
এছাড়াও প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় কিংবা ভারতীয় কোনো গণমাধ্যমে শেখ হাসিনার প্রকাশ্যে আসার কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Kaler Kantho Website: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন
- President of India Youtube Channel: Mrs. Sheikh Hasina, Prime Minister of Bangladesh called on President Mukherjee