বৃহস্পতিবার, মে 22, 2025

গণভবন থেকে হাসনাত আবদুল্লাহর বস্তায় করে মালামাল নিয়ে যাওয়ার দাবিতে টিএসসির ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

গতবছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী সরকার তথা শেখ হাসিনার। সেসময় হেলিকপ্টার যোগে তিনি নিজ বাসস্থান গণভবন ত্যাগ করার পর জনসাধারণ অবাধে সেখানে প্রবেশের সুযোগ পায়। এসময় উৎসুক জনতাকে গণভবন থেকে বিভিন্ন সামগ্রী নিতে দেখা যায়। সম্প্রতি, সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকেও গণভবন থেকে বস্তায় করে মালামাল আনতে দেখা যায় দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে হাসনাত আবদুল্লাহকে একটি বস্তা কাঁধে নিয়ে হাতে দেখা যাচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ৫ আগস্ট হাসনাত আবদুল্লার গণভবন থেকে বস্তায় করে মালামাল নিয়ে আসার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, আলোচিত ভিডিওটি গণভবনে নয় বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ধারণ করা হয়েছে। গত বছরের আগস্টেই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দেওয়া ভয়াবহ বন্যার জন্যে ত্রাণ সামগ্রী সংগ্রহের সময় ধারণ করা ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Daily Ekattor নামের একটি গণমাধ্যমের ফেসবুক পেজে ২০২৪ সালের ২৪ আগস্ট প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়।

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওর সাথে উক্ত ভিডিওর শুরুর কিছু অংশের মিল রয়েছে। যেখানে হাসনাত আবদুল্লাহকে সাদা রঙের একটি টি-শার্ট ও কালো প্যান্ট পরিহিত অবস্থায় একটি বস্তায় নিজ কাঁধে বহণ করতে দেখা যচ্ছে। এছাড়াও ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, ভিডিওটিতে হাসনাত আবদুল্লাহকে বন্যার্তদের জন্যে সংগ্রহকৃত ত্রান সামগ্রী বহণ করতে দেখা যাচ্ছে। পরবর্তী পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র তথা, টিএসসিতে সে সময় সৃষ্ট ভয়াবহ বন্যার জন্যে ত্রাণ সামগ্রী সংগ্রহের চিত্র।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি ৫ আগস্ট গণভবনে ধারণ করা নয়।

সুতরাং, হাসনাত আবদুল্লাহ গণভবন থেকে বস্তায় করে মালামাল নিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img