বৃহস্পতিবার, মে 22, 2025

প্রতিকূল পরিবেশে নির্বাচন দিয়ে একটি দল ক্ষমতায় যেতে অস্থির শীর্ষক মন্তব্য করেননি ডা. শফিকুর, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান “প্রতিকূল পরিবেশে নির্বাচন দিয়ে একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে, এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডা. শফিকুর রহমান আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে কালের কণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডা. শফিকুর রহমানের ভিন্ন মন্তব্য সম্বলিত কালের কণ্ঠের ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২০ মে, ২০২৫ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে কালের কণ্ঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে গত ২০ মে ‘গরমে পিপাসার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison: Rumor Scanner

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘গরমে পিপাসার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াত আমিরের’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘প্রতিকূল পরিবেশে নির্বাচন দিয়ে একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে : জামায়াত আমির’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত কালের কণ্ঠের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সারা দেশের ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ কারণে তীব্র গরমে পিপাসার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ২০ মে সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। উক্ত পোস্টে তাকে আলোচিত দাবি সম্বলিত কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

সুতরাং, ডা. শফিকুর রহমান ‘প্রতিকূল পরিবেশে নির্বাচন দিয়ে একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img