বৃহস্পতিবার, মে 22, 2025

বাচ্চা ছেলেদের সাথে বিএনপি নেতাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ব্যথিত করে শীর্ষক মন্তব্য করেননি ডা. শফিকুর, সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান “বাচ্চা ছেলেদের সাথে বিএনপি নেতাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আমাদের ব্যতিত করে : জামায়াত আমির।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নিউজ২৪ এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।  

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ডা. শফিকুর রহমান আলোচিত মন্তব্যটি করেননি এবং উক্ত শিরোনামে নিউজ২৪-ও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডা. শফিকুর রহমানের ভিন্ন মন্তব্য সম্বলিত নিউজ২৪ এর ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে নিউজ২৪ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ ২০ মে, ২০২৫ উল্লেখ রয়েছে।

পরবর্তীতে নিউজ২৪ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে দাবিটির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, নিউজ২৪ এর ফেসবুক পেজে গত ২০ মে ‘আ জ ম ওবায়েদুল্লাহ জীবন্ত উপন্যাস: ডা. শফিকুর রহমান’ শীর্ষক তথ্য সম্বলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

Photocard Comparison: Rumor Scanner

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। নিউজ২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘আ জ ম ওবায়েদুল্লাহ জীবন্ত উপন্যাস: ডা. শফিকুর রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘বাচ্চা ছেলেদের সাথে বিএনপি নেতাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আমাদের ব্যতিত করে : জামায়াত আমির’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে নিউজ২৪ এর ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সম্বলিত নিউজ২৪ এর পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ড. আ জ ম ওবায়েদুল্লাহকে জীবন্ত উপন্যাস আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ দেখে, শুনে, পড়ে শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। ড. আ জ ম ওবায়েদুল্লাহ একজন কর্মবীর ছিলেন। কবি মতিউর রহমান মল্লিকের শূন্যতা পূরণ হয়েছিল ড. আ জ ম ওবায়েদুল্লাহকে দিয়ে। ২০ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ড. আ জ ম ওবায়েদুল্লাহ’র স্মরণে চট্টগ্রাম কালচারাল একাডেমি আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে তাকে আলোচিত দাবি সম্বলিত কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

সুতরাং, ডা. শফিকুর রহমান ‘বাচ্চা ছেলেদের সাথে বিএনপি নেতাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আমাদের ব্যতিত করে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে নিউজ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img