সম্প্রতি, ‘ছেলের আকিকার জন্য ছেলের বাবা ছাগল নিয়ে যাচ্ছিলো। হালিমপুরের বিএনপি নেতা কাজল চেয়ারম্যানের লোকজন, তাকে ধরে মারধর করে। কারণ তিনি চাঁদা দেন নাই। উক্ত ঘটনা কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের সচিবের মোড় এলাকায়।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
একই দাবিতে উক্ত ভিডিওটি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকেও প্রচার করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কিশোরগঞ্জে ছেলের আকিকার জন্য বাবা ছাগল নিয়ে যাওয়ার সময় চাঁদা না পেয়ে বিএনপি কর্মীদের কর্তৃক মারধরের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত এপ্রিল মাসে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কোয়ারদোলা এলাকায় অটোতে করে ছাগল চুরির সময় চোরের হাতেনাতে ধরা পড়ার ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে সমকালের ফেসবুক পেজে গত ২৯ এপ্রিল “ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, অত:পর” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা চুরির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির সাথে আলোচিত ভিডিওতে থাকা মারধরের শিকার বাবা দাবিতে প্রচারিত ব্যক্তির চেহারা এবং পোশাকের মিল রয়েছে। এছাড়া, এই ভিডিওর স্থানের সাথেও আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত এপ্রিল মাসে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কোয়ারদোলা এলাকায় অটোতে করে ছাগল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে চোর। সেই ঘটনার দৃশ্য এটি।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি কিশোরগঞ্জের নয়।
এছাড়া,আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধান করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি কিশোরগঞ্জে এরকম কোনো ঘটনার তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, লালমনিরহাটে অটোতে করে ছাগল চুরির সময় হাতেনাতে ধরা পড়ার দৃশ্যকে কিশোরগঞ্জে আকিকার জন্যছাগল নিয়ে যাওয়ার সময় চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা-কর্মী কর্তৃক মারধরের শিকার হওয়ার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Samakal- ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা, অত:পর
- Rumor Scanner’s Own Analysis