ছবিটি সাম্প্রতিক সময়ের ইসরায়েলের দাবানলের নয়

গত ২৩ এপ্রিলে ইসরায়েলের নানা এলাকায় দাবানল ছড়িয়ে পড়ে। পরবর্তীতে গত ৩০ এপ্রিলে ইসরায়েলে আবারও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে। সম্প্রতি এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে দাবানলে পুড়তে থাকা ইসরায়েলের দৃশ্য।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভয়াবহ দাবানলের দৃশ্যের নয় বরং, ইসরায়েলে দাবানল শুরু হওয়ার অন্তত তিন মাস আগ থেকেই ভিডিও আকারে উক্ত দৃশ্যটি অনলাইনে প্রচার হয়ে আসছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘SoyLand.AI’ নামের এক এআই কন্টেন্ট নির্মাণকারী ফেসবুক পেজে গত ১০ জানুয়ারিতে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির দৃশ্যের তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ভিডিওটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসের আগুনের দৃশ্য।

Comparison : Rumor Scanner

এছাড়াও, গত ১১ ও ১২ জানুয়ারিতে একাধিক ফেসবুকএক্স অ্যাকাউন্ট থেকে আলোচিত ভিডিওটি প্রচার হতে দেখা যায়।

অর্থাৎ, প্রচারিত দৃশ্যটি অন্তত গত জানুয়ারি থেকেই অনলাইনে বিদ্যমান। তবে, উক্ত ভিডিওটি ঠিক কবেকার এবং আসল নাকি এআই প্রযুক্তি দিয়ে তৈরি সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। অপরদিকে, গত ২৩ এপ্রিল ইসরায়েলের মোশাভ তারুমে প্রাথমিকভাবে আগুনের শিখা দেখতে পাওয়া যায় যা মূহুর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশে। উক্ত আগুন সেসময় নিয়ন্ত্রণে আসলেও গত ৩০ এপ্রিল ইসরায়েলে দাবানলের দেখা দেয় যার ফলশ্রুতিতে ‘জাতীয় জরুরি অবস্থাও’ ঘোষণা করা হয়। 

অর্থাৎ, প্রচারিত দৃশ্যটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ভয়াবহ দাবানল শুরু হওয়ার আগেকার সময়ের।

সুতরাং, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের ভয়াবহ দাবানলের দৃশ্য দাবিতে দাবানল শুরুর অন্তত তিন মাস আগে থেকে ফেসবুকে বিদ্যমান ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img