সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তিকে হেনস্থা করা হচ্ছে। উক্ত ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওটি চলচ্চিত্র অভিনেতা খলনায়ক মিশা সওদাগরের ওপর হামলার দৃশ্যের।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটিতে হেনস্থার শিকার হওয়া ব্যক্তি চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর নন বরং, সিলেটের হবিগঞ্জের নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ ওরফে রানাকে হেনস্থার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া মুরাদ আহমেদ নামের এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ১৩ মে তারিখে “নবীগঞ্জের করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে সিলেটে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ” শীর্ষক ক্যাপশনে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।। উল্লেখ্য যে, উক্ত ভিডিও এবং উপরোল্লিখিত আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও একে অপরের মিররড সংস্করণ সদৃশ হিসেবে পরিলক্ষিত হয়।

উক্ত পোস্ট থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জাতীয় দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ‘সিলেটে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ’ শীর্ষক শিরোনামে গত ১৪ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে মারধরের শিকার হওয়া ব্যক্তির ছবিও সংযুক্ত করা হয় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে মারধরের শিকার হওয়া ব্যক্তির সাদৃশ্য পাওয়া যায়। এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয়, “সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করেছে একদল ব্যক্তি। গতকাল মঙ্গলবার [১৩ মে] রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই চেয়ারম্যানের নাম নির্মলেন্দু দাশ ওরফে রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।” এ ঘটনার বিষয়ে আরো একাধিক গণমাধ্যম থেকেও একইরকম তথ্য জানা যায়।
এছাড়াও এ বিষয়ে অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর ওয়েবসাইটে ১৫ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, “[বর্তমানে] মিশা সওদাগর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন। ভাইরাল হওয়া ভিডিওর বিষয়টি তার নজরেও এসেছে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বের হওয়ার সময় ভাইরাল ভিডিও নিয়ে মিশার পেজ থেকে একটি লাইভ করা হয়। যদিও লাইভটি স্পষ্ট শোনা যাচ্ছে না। ফেসবুক লাইভে মিশাকে বলতে শোনা যায়, তিনি সাধারণত লাইভে আসেন না। তারপরেও তিনি হাসপাতালে বসে লাইভে আসতে কিছুটা বাধ্য হলেন। কে বা কারা যেন তার নামে একটি ভিডিও ছেড়েছেন। এতে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছেন। এমনটা করা ঠিক হয়নি। এমন ভিডিও প্রকাশ সঙ্গে মিশা আরও বলে, ‘এজন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।’”
সুতরাং, সিলেট হবিগঞ্জের আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাশ ওরফে রানাকে হেনস্থার দৃশ্যকে চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের ওপর হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Murad Ahmed – Facebook Post
- Prothom Alo – সিলেটে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে পুলিশে সোপর্দ
- Jagonews24 – মারধরের ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মিশা