গত ৬ মে পাকিস্তানশাসিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারত দাবি করে, ‘অপারেশন সিন্দুর’ নামে এক অভিযানে তারা জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইয়েবার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়। ভারতের ভাষ্য, কাশ্মীরে পর্যটকদের ওপর গত এপ্রিলের হামলার জবাবেই এই অভিযান। তবে পাকিস্তান দাবি করেছে, হামলাগুলো বেসামরিক এলাকায়, এমনকি মসজিদেও আঘাত হানে। এতে বেসামরিক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে বলে ইসলামাবাদ দাবি করেছে। পাকিস্তান আরও জানায়, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
এই ঘটনার প্রেক্ষিতে, পাকিস্তান হামলায় ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের হামলায় ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওকে বাস্তব দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে aiusm6 নামক একটি অ্যাকাউন্ট থেকে গত ০৩ মে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশনে নিশ্চিত কিছু উল্লেখ না থাকলেও এআই হ্যাশট্যাগ উল্লেখ রয়েছে। এছাড়া, ভিডিওটি গত ০৩ মে থেকে ইন্টারনেটে রয়েছে; যা পাকিস্তান ভারত সংঘাতের পূর্বে।
পাশাপাশি aiusm6 অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত অ্যাকাউন্টটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হয়।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওকে পাকিস্তানের হামলায় ভারতের বিধ্বস্ত যুদ্ধবিমানের দৃশ্য দাবিতে দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- aiusm6- Tiktok Post